লক্ষ্যের দৌড় অব্যাহত ফাইল ছবি
থামানো যাচ্ছে না লক্ষ্য সেনকে। জার্মান ওপেনে রানার্স হওয়ার পর অল ইংল্যান্ড ওপেনেও দাপটের সঙ্গে শুরু করলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লক্ষ্য।
প্রথম রাউন্ডে ভারতের সৌরভ বর্মাকে হারিয়েছিলেন লক্ষ্য। কিন্তু দ্বিতীয় রাউন্ডে তাঁর জন্যে অপেক্ষা করছিল কঠিন লড়াই। সামনে ছিলেন তৃতীয় বাছাই ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেন। কিন্তু অপ্রতিরোধ্য ছন্দে থাকা লক্ষ্যকে বৃহস্পতিবারও থামানো যায়নি। বার্মিংহ্যাম অ্যারেনার প্রথম কোর্টে ৫৫ মিনিটের লড়াইয়ে অ্যান্টনসেনকে ২১-১৬, ২১-১৮ গেমে হারিয়ে দেন তিনি।
Another week another SENsational win 🤯🔥@lakshya_sen continued his brilliant run in 2022 as he defeated 3rd seed & WR- 3 's Anders Antonsen 21-16, 21-18 in R16 at #AllEngland2022 and reached QF 👊#IndiaontheRise#Badminton pic.twitter.com/AVqQeVI7JI
— BAI Media (@BAI_Media) March 17, 2022
প্রথম থেকেই আগ্রাসী ভঙ্গিতে শুরু করেছিলেন লক্ষ্য। ম্যাচের শেষ পর্যন্ত সেই আগ্রাসন বজায় থাকে। বিপক্ষের উপর চাপ শুরু থেকেই বজায় রেখেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন গুয়াং জু বনাম কা লং আঙ্গুস ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy