কুমার সঙ্গকারা। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াতে এখনও প্রায় দেড় দিন বাকি। কিন্তু, তার আগেই কোহালির ভারতের উপর বাজি ধরলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা।
মঙ্গলবার আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে সঙ্গকারা বলেন, “এশিয়া থেকে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে চারটি দল অংশ নিচ্ছে তাদের মধ্যে সব থেকে ভাল জায়গায় রয়েছে ভারত। তাদের পেস লাইনআপও মারাত্মক।” পাশাপাশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে তারুণ্য ও অভিজ্ঞতা মিশিয়ে বেশ শক্তিশালী দল তৈরি করছে সে কথাও এ দিন মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, “এ ধরনের টুর্নামেন্টে ফাইনালিস্ট বাছা বেশ কষ্টকর, তবে সেফিফাইনালিস্ট বাছা যেতেই পারে। আমার মনে হয় ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে জায়গা করে নেবে।”
আরও পড়ুন: বুমরাকে টোটকা ভুবি-উমেশের
এ দিন ভারতের পাশাপাশি ইংল্যান্ডের প্রশংসাও শোনা গেল সঙ্গকারার মুখে। তিনি বলেন, “শেষ দু’বছরে ব্যাপক ভাবে উন্নতি করেছে ইংল্যান্ড। বর্তমানে ব্রিটিশ দলটি বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে যা বেশ প্রশংসনীয়।”
উল্লেখ্য, আগামী ১ জুন বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-র সূচনা হবে ইংল্যান্ডের কিংস্টোন ওভালে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy