Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Cricket

রোহিতকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বলছেন শ্রীকান্ত

২২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রোহিত। তার মধ্যে ২৯টি সেঞ্চুরি রয়েছে তাঁর। এর মধ্যে ১১ বার ১৪০-এর বেশি রান করেছেন রোহিত।

রোহিত রান পেলে ভারতও রানের পাহাড় গড়ে। —ফাইল চিত্র।

রোহিত রান পেলে ভারতও রানের পাহাড় গড়ে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা 
মুম্বই শেষ আপডেট: ৩০ জুন ২০২০ ১৫:৩২
Share: Save:

তিনি নিজেও ধ্বংসাত্মক ওপেনার ছিলেন। যেদিন ছন্দে থাকতেন, সেদিন শুরু থেকেই ঝড় তুলতেন। এ হেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত ওয়ানডে-তে ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মাকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বলছেন।

‘হিটম্যান’ শুধু সেঞ্চুরি করেই থামেন না। একশোকে দেড়শো, দেড়শোকে দুশোতে পরিণত করার চেষ্টা করেন। ওয়ানডে-তে এরকম বড় ইনিংস খেলার দক্ষতার জন্যই রোহিতের প্রশংসা করে শ্রীকান্ত বলছেন, ‘‘আমার মতে, বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনার রোহিত। বিশ্ব সেরা ওপেনারদের তালিকায় আমি ওকে তিন বা পাঁচে রাখব।’’

২২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রোহিত। তার মধ্যে ২৯টি সেঞ্চুরি রয়েছে তাঁর। এর মধ্যে ১১ বার ১৪০-এর বেশি রান করেছেন রোহিত। ওয়ানডেতে ২৬৪ রান করে বিশ্বরেকর্ডও রোহিতের দখলে। শ্রীকান্ত বলছেন, ‘‘রোহিতের সব থেকে বড় গুণ হল, কেবল সেঞ্চুরি করেই ও সন্তুষ্ট থাকে না। বড় ইনিংস খেলে। আর ওয়ানডে ক্রিকেটে কোনও ওপেনার যদি ১৫০, ১৬০ বা ২০০ রান করে, তা হলে সেই দল কোথায় গিয়ে থামবে তা সহজেই অনুমান করা যায়।’’

এক-দু’ বার নয়, একাধিক বার নিজে বড় সেঞ্চুরি করে ভারতকে রানের পাহাড় গড়তে সাহায্য করেছেন রোহিত।

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Krishnamachari Srikkanth Opener
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE