সমালোচিত লোকেশ রাহুল। -ফাইল চিত্র।
ডেভিড ওয়ার্নারের চোট নিয়ে লঘু মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত লোকেশ রাহুল। তাঁর খেলোয়াড়োচিত মানসিকতা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন।
গত কাল ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময়ে চোট পান ওয়ার্নার। যন্ত্রণাকাতর ওয়ার্নার খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয়, তৃতীয় ওয়ানডে ম্যাচ এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামতেই পারবেন না ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ওয়ার্নার। তিনি না খেললে চাপে পড়ে যাবে অস্ট্রেলিয়া।
গত কাল ম্যাচের শেষে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনারের চোট প্রসঙ্গে রাহুল হাল্কা মেজাজে বলেন, “ওয়ার্নারের চোট ঠিক কতটা গুরুতর, তা আমাদের জানা নেই। তবে ও যদি দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে থাকে, তা হলে ভালই হয়। কারও চোট নিয়ে কিছু বলা উচিত নয়, তবে ওয়ার্নার অস্ট্রেলিয়া দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান। তাই ও যদি দীর্ঘদিন মাঠের বাইরে থাকে, তাহলে আমাদের দলেরই সুবিধা হবে।”
আরও পড়ুন: অজি শিবিরে বড় ধাক্কা, চোটের জন্য ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার
রাহুলের এমন মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘আমার মনে হয় ভারতের সহ অধিনায়কের আরও একটু রসবোধের দরকার রয়েছে। এক জন চোট পয়েছে। তার পর কী ভাবে তা নিয়ে উপহাস করা সম্ভব। এই ধরনের মন্তব্য না করে ভাল করে খেলো’।
I think Indian vc needs have a better taste in humour
— Curly Panda 🐼 #ICT (@aarushi_45) November 30, 2020
I mean it's an injury, how can someone even mock on it
Play well instead of giving these kinda statements https://t.co/ZamZ2lszeN
আর এক ভক্ত লিখেছেন, ‘লোকেশ রাহুল এক জন খেলোয়াড়। আর ওই কি না চাইছে ওয়ার্নার দীর্ঘ সময় চোটের জন্য বাইরে থাকুক? অত্যন্ত নিন্দনীয়। কোথায় গেল স্পোর্টসম্যানশিপ?’
And KL Rahul is a sportsman. He is wishing David Warner remains injured for a long time.
— Priyarag Verma (@priyarag) November 30, 2020
Where's the sportsman spirit?
Despicable! https://t.co/wzuBMlNpAd
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy