হতাশ শ্রীকান্ত। ফাইল ছবি
করোনা অতিমারির কারণে বাতিল হয়েছে একের পর এক প্রতিযোগিতা। ফলে এবারের মতো অলিম্পিক্সে যাওয়া হচ্ছে না কিদম্বি শ্রীকান্তের। শুক্রবারই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। তবে শ্রীকান্ত মনে করছেন, এই সিদ্ধান্ত আর একবার খতিয়ে দেখা উচিত।
অলিম্পিক্সে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় হতাশ শ্রীকান্ত। তবু বলেছেন, “কারওর কাছেই কিছু করার ছিল না। গত কয়েক মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিন্তু বিডব্লুউএফ-এর উচিত ব্যাপারটা আরও খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া। পাঁচ-ছ’টা প্রতিযোগিতা বাতিল হয়ে গিয়েছে। এতে অনেকেরই সুবিধা হবে।”
শ্রীকান্তের সংযোজন, “সবক’টা প্রতিযোগিতা আয়োজিত হলে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের ভালমতো সুযোগ ছিল আমার কাছে। কিন্তু একের পর এক সব বাতিল হতে থাকায় সুযোগ পাইনি। যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে অলিম্পিক্সে যেতে পারছে না। বিডব্লুউএফ-এর উচিত এই ব্যাপারটাও নজরে রাখা।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy