কার্ড সমস্যায় লাজং ম্যাচে নেই এদুয়ার্দো ফেরিরা।
আই লিগে লাজং এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মরণ-বাঁচন ম্যাচ আগামী ৫ মার্চ শিলংয়ে। কিন্তু এখন থেকেই উদ্বেগ শুরু লাল-হলুদ শিবিরে। নেপথ্যে কার্ড সমস্যায় এদুয়ার্দো ফেরিরা-র ছিটকে যাওয়া।
এক দিন বিশ্রামের পরে মঙ্গলবার সকালে লাজং ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েন কোচ খালিদ জামিল। তবে এ দিন বিদেশিদের তিনি বিশ্রাম দিয়েছিলেন। বাকি ফুটবলারদের নিয়ে ঘণ্টাখানেক অনুশীলনের পরে লাল-হলুদ কোচ বললেন, ‘‘এদুয়ার্দো দুর্দান্ত ফুটবলার। আমাদের দলের অন্যতম সেরা ডিফেন্ডার। আই লিগে প্রায় সব ম্যাচই খেলেছে। শুধু অসুস্থতার কারণে গোকুলম এফসি-র বিরুদ্ধে পুরো ম্যাচ খেলতে পারেনি। ফলে লাজংয়ের বিরুদ্ধে এদুয়ার্দোর অভাব তো অনুভব করবই।’’ তার পরেই যোগ করলেন, ‘‘এদুয়ার্দোর বিকল্প হিসেবে অর্ণব মণ্ডল ও সালামরঞ্জন সিংহ তৈরি আছে।’’
সোমবার পঞ্চকুল্লায় ঘরের মাঠে আইজল এফসি-কে হারিয়ে ফের লিগ টেবলের শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছে মিনার্ভা এফসি। খালিদ অবশ্য তা নিয়ে খুব বেশি ভাবতে নারাজ। লাল-হলুদ কোচের কথায়, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এখনও আমাদের শেষ হয়ে যায়নি। তবে এই মুহূর্তে অন্য কোনও দলের দিকে তাকাতে চাই না। পরের দু’টো ম্যাচই জিততে চাই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy