আপাতত মাঠে ফিরছেন না রায়না। ছবি: বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেল থেকে নেওয়া।
চলতি মরসুমে ঘরোয়া ক্রিকেটের আসরে দেখা যাবে না সুরেশ রায়নাকে। হাঁটুর সমস্যা নিয়ে বহুদিন ধরেই ভুগছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। শুক্রবার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। ফলে আপাতত রায়নাকে বাইশ গজে দেখা যাবে না। ওইদিনই বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়, অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হতে রায়নার ৪ থেকে ৫ সপ্তাহ লাগবে।
এই পোস্টেই কমেন্ট করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান জন্টি রোডস। তিনি লেখেন, “তোমার খেলা অনেককে অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষ করে বিগত দুই বছরে তুমি অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছ।কিন্তু এখন নিজের শরীরের কথা শোনো।আমি জানি তুমি কাল থেকেই ট্রেনিং নিতে চাইবে।”
আরও পড়ুন: পৃথ্বী উড়ে গেলেন ইংল্যান্ডে
@ImRaina u have been an inspiration to so many with your incredible work ethic over your career, especially these last couple of years. Listen to your body now my friend - knowing u, u will want to be out training tomorrow #aramse https://t.co/tc3LY4R4qF
— Jonty Rhodes (@JontyRhodes8) August 10, 2019
এককালে ভারতের মিডল অর্ডারের অন্যতম শক্তি এই বাঁ-হাতি ব্যাটসম্যান জাতীয় দলে আর সুযোগ পাচ্ছেন না। সুরেশ রায়না শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর আইপিএলে ভালই পারফর্ম করেছিলেন। চেন্নাইয়ের হয়ে ১৭ ম্যাচে ৩৮৩ রান করেন। তবে ভারতের জাতীয় দলে সুযোগ পাননি।শুক্রবার অস্ত্রোপচারের পর এই মরসুমে ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ পড়লেন সুরেশ রায়না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy