ছ’সপ্তাহ বাইরে থেকে, কাঁধের চোট সারিয়ে ফিরে এসেছেন অ্যান্ডারসন। —ফাইল চিত্র।
চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার জন্য পুরোপুরি তৈরি জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই পেসার বলছেন, ‘‘প্রস্তুতি খুব ভাল হয়েছে। জিমে অনেক সময় কাটিয়েছি। গত দু’সপ্তাহ ধরে প্রচুর বলও করছি। নিজেকে এখন পুরো ফিটই মনে হচ্ছে।’’
মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষে বিশ্রামে পাঠানো হয়েছিল অ্যান্ডারসনকে। ছ’সপ্তাহ বাইরে থেকে, কাঁধের চোট সারিয়ে ফিরে এসেছেন তিনি। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় সারির দলের হয়ে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন অ্যান্ডারসন। যেখানে তিনি ১৪ ওভারে ৩২ রান দিয়ে দু’উইকেট নেন। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলছেন, ‘‘সামনেই চ্যাম্পিয়নশিপ ম্যাচ আছে ইয়র্কশায়ারের বিরুদ্ধে। আবার মাঠে নামতে পেরে খুব ভাল লাগছে। অনেক দিন হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছি। বিশ্রাম নিয়ে এখন নিজেকে যথেষ্ট তাজা লাগছে।’’
ইংল্যান্ডে সিরিজ বলেই যে তাঁরা পরিবেশের সুবিধে পাবেন, সেটা মানতে নারাজ অ্যান্ডারসন। বলছেন, ‘‘ইংল্যান্ডে খেলা হলেও দেখবেন প্রতি ম্যাচে পরিবেশ, পরিস্থিতি পাল্টে যাচ্ছে। সেই পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে সবাইকে।’’ সীমিত ওভারের সিরিজে প্রথম দিকে কুলদীপ যাদবের বলে সমস্যায় পড়ে গিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। যা নিয়ে অ্যান্ডারসন বলেছেন, ‘‘কুলদীপ যাদব অনেক চমক দেখিয়েছে। অন্তত সাদা বলে।’’
ভারতের টেস্ট দলে চায়নাম্যান স্পিনার কুলদীপের অন্তর্ভুক্তির পরে এক এক বিশেষজ্ঞ এক এক রকম কথা বলছেন। কারও মতে, কুলদীপ টেস্টেও চমকে দিতে পারেন। কেউ আবার বলছেন, টেস্টে কুলদীপের পরীক্ষা কঠিন হবে। অ্যান্ডারসন মনে করেন, কুলদীপকে সামলানোর সব চেয়ে বড় অস্ত্র হল ধৈর্য। ‘‘টেস্টে সফল হতে গেলে অন্য গুণও থাকতে হবে। যেমন, কে কত তাড়াতাড়ি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে, ধৈর্য নিয়ে খেলতে পারছে। যাদের দক্ষতা এবং ধৈর্য বেশি, তারাই সফল হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy