ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যশালী ক্লাব, অথচ কিংবদন্তি ম্যানেজারের অবসরের পরে খেতাবি দৌড় থেকে ক্রমশ দূরে সরে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগ জয় দূরের কথা, প্রথম চারও এখন নিশ্চিত নয়। ম্যানেজার লুই ফান গলকে এই সে দিনও বলতে শোনা গিয়েছে যে, ক্লাব প্রথম চারে রাখতে না পেরে তিনি দুঃখিত।
পরপর হতাশাজনক পারফরম্যান্স করা টিমের জন্য কম সমালোচনা সহ্য করতে হচ্ছে না ম্যাঞ্চেস্টারের ডাচ ম্যানেজারকে। টিমের কিংবদন্তি ওয়েন রুনি কিন্তু এ সবের মধ্যেও কোচের সমর্থনে সরব। ম্যাঞ্চেস্টারের তারকা বলে দিয়েছেন যে, টিমের খারাপ পারফরম্যান্সের সব দোষ নিতে হবে প্লেয়ারদের। ম্যানেজারকে নয়।
গত শনিবার সান্ডারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত ভাবে ১-২ হেরে যায় ম্যাঞ্চেস্টার। ইপিএল উইকএন্ড শেষে তিনে থাকা আর্সেনালের চেয়ে তারা দশ পয়েন্ট পিছিয়ে, পঞ্চম স্থানে। রুনি মনে করছেন, চলতি মরসুমে টিমের পারফরম্যান্সের নিরিখে প্লেয়াররা খুব কমেই পার পেয়ে গিয়েছেন। বিশেষ কোনও সমালোচনা হজম করতে হয়নি তাঁদের। কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা শুনতে হয়েছে কোচকে। যা রুনির বিচারে অন্যায়।
‘‘আমাদের টিমে দারুণ সব প্লেয়ার রয়েছে। এ রকম পারফরম্যান্সে মাঝে মাঝে আমরা খুব হতাশ, বিরক্ত হয়ে পড়ি,’’ বলেছেন ইংল্যান্ড অধিনায়ক। সঙ্গে যোগ করেছেন, ‘‘কয়েকটা ম্যাচে হারের জন্য ম্যানেজারকে খুব বেশি নিন্দা হজম করতে হয়েছে। দায়িত্বটা কিন্তু আমাদের। আমরা প্লেয়ার, তাই আমাদেরই পারফর্ম করতে হবে। এই মরসুমে মাঝে মাঝেই যেটা আমরা করতে পারিনি। সে দিক দিয়ে দেখলে আমরা অল্পে পার পেয়ে গিয়েছি কিন্তু কোচকে সব হজম করতে হয়েছে। তবে মাঠে তো নামছি আমরা। তাই আমাদেরই সুযোগ তৈরি করতে হবে। ম্যাচ জিততে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy