Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mahendra Singh Dhoni

ধোনির কাজ সহজ নয়: কপিল

মহেন্দ্র সিংহ ধোনির সেই মন্তব্য নিয়ে সরব হলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০৫:২২
Share: Save:

চব্বিশ ঘণ্টা আগে তিনি জানিয়ে দেন, এটাই তাঁর শেষ আইপিএল ম্যাচ নয়।

মহেন্দ্র সিংহ ধোনির সেই মন্তব্য নিয়ে সরব হলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। জানালেন, উপযুক্ত প্রস্তুতি এবং ম্যাচ ফিট হয়ে মাঠে না নামলে পরবর্তী আইপিএলে এ বারের মতোই হতাশাজনক পারফরম্যান্স হবে ধোনির। তাই আগামী বছর আইপিএলে খেলার আগে তাঁকে বেশি করে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে হবে। এবিপি নিউজকে এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‍‘‍‘যদি ধোনি মনে করে প্রত্যেক বছর আইপিএল খেলে যাবে, তা হলে ওর পক্ষে ভাল খেলা অসম্ভব। ওর বয়স এখন ৩৯ বছর। এই বয়সে ও যত বেশি খেলবে ততই শরীর পরিশ্রমের জন্য তৈরি থাকবে।’’ যোগ করেন, ‍‘‍‘১০ মাস কোনও ধরনের ক্রিকেট না খেলে হঠাৎ আইপিএলে নামলে বোঝা যাবে অবস্থা কতটা দুর্বিষহ হয়। ধোনির উচিত প্রথম শ্রেণির ক্রিকেটে ফের খেলা শুরু করা।’’

যদিও জনপ্রিয়তার জন্য ধোনির আইপিএল খেলা উচিত বলে মনে করেন চেন্নাই সুপার কিংসে তাঁর সতীর্থ এবং প্রাক্তন ক্রিকেটারেরা। রবিবারের ম্যাচের পরেই বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আড্ডা দেন ফ্যাফ ডুপ্লেসি এবং লুনগি এনগিডি। যা প্রকাশ হয়েছে আইপিএলের টুইটার হ্যান্ডলে। সেখানেই এনগিডিকে ডুপ্লেসি বলেন, ‍‘‍‘সিএসকে-র কথা আলোচনায় উঠলেই এম এস ধোনির নাম আসবে। আইপিএলের দর্শকও ধোনির খেলা দেখতে চায়। কারণ ওকে দর্শকেরা ভালবাসে। তা হলে ও কেন খেলবে না?’’ যোগ করেন, ‍‘‍‘এখনও ক্রিকেটই ধোনির প্রেরণা। অনুশীলনে কোনও বিরাম নেই। চাপের মুখে এ রকম বিশাল অভিজ্ঞতাসম্পন্ন বড় মাপের ক্রিকেটারকে তো লাগবে। দেখে নিও আগামী বছর ধোনি আরও শক্তিশালী হয়ে আইপিএলে খেলবে। ওর অবসর নিয়ে অনেক গুজব ভেসে বেড়ায়। তা উড়িয়ে দিয়েছে এম এস।’’

একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও জানিয়েছেন, ধোনির মতো ক্রিকেটারের ভরা স্টেডিয়ামের সামনে ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত। তাঁর কথায়, ‍‘‍‘দর্শকহীন স্টেডিয়ামে ওর মতো ক্রিকেটারের অবসর হতে পারে না। দর্শকঠাসা স্টেডিয়ামে ধোনির অবসর দেখতে চাই আমিও। আর ও সেটার যোগ্যও।’’

অন্য বিষয়গুলি:

Mahendra Singh Dhoni Kapil Dev IPL 2020 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy