ছবি: পিটিআই।
দুটি ম্যাচে দুই গোল। খুব কম সময়ে জাত চিনিয়েছেন ব্রাইট এনোবাখারে। এর মধ্যে আবার গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে দুর্দান্ত গোল। তাই অনেক নেতিবাচক দিকের মধ্যেও ২২ বছরের এই নাইজেরীয় স্ট্রাইকারকে ঘিরে কামব্যাকের আশা করছে লাল-হলুদ শিবির। তবে শুধু যে স্ট্রাইকারের ভূমিকাতেই থেমে থাকবেন, এমন কোনও কথা নেই। সেটাও জানিয়ে দিলেন ব্রাইট। দলের প্রয়োজনে তিনি মাঝমাঠে খলেতেও রাজি। ব্রাইট বলেন, ‘‘দলের স্বার্থে সব জায়গায় খেলতে রাজি। সেটা প্রতিপক্ষ ও ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’’
এফসি গোয়ার বিরুদ্ধে যে অসাধারণ গোলটি নিয়ে ভারতীয় ফুটবল এখন তোলপাড়, সেই গোলকে আইএসএলের সেরা গোল অভিহিত করা হচ্ছে। যদিও ব্রাইটের মতে ওটা তাঁর সেরা গোল নয়। বলেন, ‘‘১৭ বছর বয়সে আমরা প্রথম ক্লাব ম্যাচে আমি এর চেয়েও ভাল একটা গোল করেছিলাম বার্নেট এফসি-র বিরুদ্ধে। তাই এই গোলটাকেই সেরা বলছি না।’’
চোটের জন্য শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নেই অ্যান্টনি পিলকিংটন। অধিনায়ক ড্যানি ফক্স গত ম্যাচে লাল কার্ড দেখেছেন। এই ম্যাচে তিনিও নেই। হেড কোচ রবি ফাওলারও জোড়া হলুদ কার্ড দেখার জন্য সুনীল ছেত্রী, ফ্রান গঞ্জালেজদের বিরুদ্ধে বেঞ্চে বসতে পারবেন না। ফলে দায়িত্ব সামলাবেন টেকনিক্যাল ডিরেক্টর টনি গ্রান্ট। যদিও ব্রাইট মনে করেন গত ম্যাচের মতো টিম স্পিরিট বজায় রেখে খেললে জয় সম্ভব।
৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৯ নম্বরে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি-র অবস্থাও আহামরি নয়। হারের হ্যাটট্রিক করার জন্য চাকরি খুইয়েছেন কার্লস কুয়াদ্রাট। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন ইস্টবেঙ্গলের আরেক প্রাক্তনী নৌশাদ মুসা। ওড়িশা এফসি-র বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের পর দশ জন হয়ে যাওয়ার পরেও এফসি গোয়ার বিরুদ্ধে ড্র। তাই শনিবার ফতোরদায় তারা গতবারের সেমিফাইনালিস্ট বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে হাসিমুখে মাঠ ছাড়ার সংকল্প নিয়েই নামবে।
আরও পড়ুন: নিজের ফার্মের স্ট্রবেরি খেলেন মহেন্দ্র সিংহ ধোনি
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এর আগে সুনীল ছেত্রীদের হারতে হয়েছিল। সেই ম্যাচে অনবদ্য গোল করেছিলেন ডেভিড উইলিয়ামস। আর এবার বেঙ্গালুরু ডিফেন্সের পরীক্ষা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ব্রাইট। লাল-হলুদের সেই নতুন তারকা শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘এখন আমার লক্ষ্য পরের ম্যাচ জেতা ও তিন পয়েন্ট অর্জন করা। মরশুমের শেষে যথাসম্ভব বেশি পয়েন্ট পেতে হবে আমাদের।’’
আরও পড়ুন: ‘এক মুঠো ধান’, নিতে ফের রাজ্যে নড্ডা, কাটোয়ায় সভা, বর্ধমানে রোড শো
এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তাঁর চুক্তি নবীকরণ নিয়ে ভাবতে শুরু করেছে। আপাতত ৩১ মার্চ পর্যন্ত চুক্তি। শোনা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট দ্রুত আগামী মরসুমের জন্য চুক্তি সেরে নেবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy