Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আইএসএল উদ্বোধন সরে যাচ্ছে যুবভারতী থেকে

কোটি কোটি টাকা ব্যয়ে যুব বিশ্বকাপের জন্য তৈরি চোখ ধাঁধানো আধুনিক যুবভারতীতে যে কোনও অনুষ্ঠান করতে গেলেই মানতে হবে এই নিয়ম।

নজরে: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য নতুন করে সাজছে যুবভারতী স্টেডিয়াম। ফাইল চিত্র

নজরে: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য নতুন করে সাজছে যুবভারতী স্টেডিয়াম। ফাইল চিত্র

রতন চক্রবর্তী
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ০৪:১৩
Share: Save:

মাঠের মধ্যে ঘাসের উপর মঞ্চ করার উপর নিষেধাজ্ঞা।

স্টেডিয়ামে পোড়ানো যাবে না কোনও আতসবাজি।

সদ্য পাতা অ্যাথলেটিক্স ট্র্যাকের উপর করা যাবে না কোনও কাঠামো। চালানো যাবে না কোনও গাড়ি।

মাঠের বাইরে যত্রতত্র লাগানো যাবে না কোনও হোডিং।

কোটি কোটি টাকা ব্যয়ে যুব বিশ্বকাপের জন্য তৈরি চোখ ধাঁধানো আধুনিক যুবভারতীতে যে কোনও অনুষ্ঠান করতে গেলেই মানতে হবে এই নিয়ম। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে ১৭ নভেম্বর এ বার ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভবনা নেই কলকাতায়।

মুম্বইয়ের খবর আজ বুধবার শহরে আসছে আইএসএলের কর্তারা। যুবভারতীর সবকিছু ক্ষতিয়ে দেখবেন তাঁরা। তাদের আসল লক্ষ্য দেশের সবথেকে সাজানো গোছানো স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ সংস্করণের উদ্বোধন করা। নীতা অম্বানীর কোম্পানির কর্তারা শেষ বার স্টেডিয়াম পরদর্শনে আসার একদিন আগেই যুবভারতীর চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যোতিস্মান চট্টোপাধ্যায় বলে দিলেন, ‘‘ঘাসের উপর বা ট্র্যাকের উপর কিছু করা যাবে না। ওদের আগেও বলেছি, কালও বলব একই কথা। যা করতে হবে মাঠের বাইরে। পাশে।’’ ফলে এটিকে দৈনিক প্রায় দশ লাখ টাকা ব্যায়ে মাঠের ব্যবস্থা করলেও উদ্বোধনী অনুষ্ঠান তাদের ভাগ্যে জুটবে না।

আরও পড়ুন: জয়সূর্যের নেতৃত্বে শ্রীলঙ্কার নির্বাচকমণ্ডলীর ইস্তফা

দীর্ঘ টানা পোড়েনের পর আইএসএল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কলকাতার দুই প্রধানকে টুনার্মেন্টে খেলার সুযোগ দেয়নি এ বার। তা নিয়ে এমনিতেই দু’পক্ষের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে। তার উপর এ বারের কলকাতা লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মাঠে উপচে পড়ছে ভিড়। এই অবস্থায় যুবভারতীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করে দেখাতে চাইছিলেন আইএসএল কর্তারা। মুম্বইতে দেশীয় ফুটবলারদের নিলামের শেষে তা ঘোষণাও করে দিয়েছিলেন ঘোষিকা। কিন্তু যুব বিশ্বকাপ শেষ হওয়ার পর স্টেডিয়াম পেলেও যা বিধিনিষেধ চালু করছে রাজ্য ক্রীড়া দফতর তাতে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভবনা নেই।

আইএসএল সূত্রের খবর, আজ শেষ বারের মতো কথা বলে তারা নিশ্চিত হওয়ার পরই কোথায় উদ্বোধন করা যায় তা খুঁজতে নামা হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এটিকে-র ম্যাচ শুরুর আগে, গোলের সময় বা পরে আতসবাজির যে প্রদর্শন হয় তা-ও কি বন্ধ করে দিতে হবে? ক্রীড়া দফতর সূত্রের খবর, সেটাও করতে দেওয়া হবে না। শুধু এটিকে-ই নয়, ইস্টবেঙ্গল বা মোহনবাগানের আই লিগ ম্যাচের সময়ও সেই নিয়ম চালু থাকবে। শোনা যাচ্ছে, দুই প্রধানের কাছ থেকেও ম্যাচ খেলতে নামার আগে কয়েক লাখ টাকা ডিপোজিট ছাড়াও ক্লাবেদের মুচলেকা দিতে হবে এই বলে যে, স্টেডিয়ামের ক্ষতি হলে তার দায় নিতে হবে তাদেরও। দিতে হবে সারানোর খরচ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE