Advertisement
০৫ নভেম্বর ২০২৪
এটিকে মোহনবাগান

ম্যাচ সেরার পুরস্কার মা-কে উৎসর্গ করলেন অরিন্দম

গতবার ফাইনালে এই চেন্নাইয়িনকে হারিয়েই ট্রফি জিতেছিল তৎকালীন এটিকে। সেই ম্যাচেও সেরার পুরস্কার পেয়েছিলেন অরিন্দমই।

চেন্নাইয়িনের বিরুদ্ধে এটিকে মোহনবাগানকে বাঁচাল অরিন্দমের হাত। ফাইল ছবি

চেন্নাইয়িনের বিরুদ্ধে এটিকে মোহনবাগানকে বাঁচাল অরিন্দমের হাত। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৯:০৬
Share: Save:

টানা দুই জয়ের পর চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ফের আটকে গিয়েছে এটিকে মোহনবাগান। এই ম্যাচে তারা হারতেও পারত। গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের ভরসার হাত না থাকলে অনায়াসে তিন পয়েন্ট পকেটে পুরত চেন্নাইয়িন।

বছরের শেষ ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন অরিন্দম। জানিয়েছেন, মা অন্তরা ভট্টাচার্যকে সেই পুরস্কার উৎসর্গ করছেন। সবুজ-মেরুন গোলকিপারের কথায়, ‘‘আজ আমার মায়ের জন্মদিন। গতকাল রাতে হোটেলে ফিরে রাত বারোটার সময় ভিডিও কলে জন্মদিনের কেক কাটা দেখেছি। তখনই মা-কে বলেছি, আমি বাড়িতে নেই। তাই সেরার পুরস্কারটা তোমাকে পাঠালাম। বাবা চলে যাওয়ার পর মা-ই আমার অনুপ্রেরণা।’’

গতবার ফাইনালে এই চেন্নাইয়িনকে হারিয়েই ট্রফি জিতেছিল তৎকালীন এটিকে। সেই ম্যাচেও সেরার পুরস্কার পেয়েছিলেন অরিন্দমই। মরশুম পাল্টালেও তাঁর ফর্ম বদলায়নি। কোন পুরস্কারটা বেশি ফেভারিট? উত্তরে অরিন্দমের সাফ জবাব, ‘‘আমার কাছে দুটোই গৌরবের। গতবার ওদের না হারালে চ্যাম্পিয়ন হতে পারতাম না। আর এবার গোল আটকাতে না পারলেন লিগ টেবিলের শীর্ষে থাকতে পারতাম না।’’

আরও খবর: সৌরভের বাড়িতে অশোক ভট্টাচার্য, রাজনীতিতে না আসার পরামর্শ মহারাজকে

আরও খবর: তাইল্যান্ডে খেলতে যাওয়া নিয়ে সমস্যায় সাইনা, সিন্ধুরা

মঙ্গল-রাতের পারফরম্যান্সের বেশি খুশি হতে চান না অরিন্দম। নিজেকে সংযত রেখে বলেছেন, ‘‘ক’টা গোল আটকেছি খেয়াল করিনি। গোল আটকানোর জন্যেই আমাকে নেওয়া হয়েছে। টিভিতে দেখেছি সাতটা সেভ করেছি। সেটার জন্যেই হয়তো আমাকে চোখে পড়েছে। কিন্তু পিছন থেকে রক্ষণ সংগঠিত করার কাজটাও আমাকে করতে হয়।’’

অন্য বিষয়গুলি:

atk mohun bagan mohun bagan chennaiyin ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE