ভালবাসার দিনে সমর্থকদের দারুণ উপহার দিল এটিকে মোহনবাগান। ৮৫ মিনিটে রয় কৃষ্ণর করা গোলে জয় তুলে নেয় সবুজ-মেরুন। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পৌঁছে গেল কোচ অ্যান্তনিয়ো হাবাসের দল।
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে রবিবার ১-০ গোলে জয় পেল মোহনবাগান। ভালবাসার দিনে মাঠের বড় স্ক্রিনে দর্শক হিসেবে ছিলেন ফুটবলারদের সঙ্গিনীরা। রয় কৃষ্ণর গোলে মোহনবাগান এগিয়ে গেলে উচ্ছ্বাস ধরা পড়ে তাঁদের মধ্যেও। ম্যাচের একদম শুরুতেই সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। রয় কৃষ্ণকে বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়। পেনাল্টির দাবি জানায় মোহনবাগান, কিন্তু রেফারি সেই দিকে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত মোহনবাগান গোল পেয়ে যাওয়ায়, আফসোস থাকবে না হাবাসদের।
১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এল মুম্বই সিটি এফসি। রবিবার আইএসএলে ১০০তম ম্যাচ খেললেন লেনি রড্রিগেজ। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। ম্যাচ যখন ড্রয়ের পথে পা বাড়িয়েছে, তখনই চমক। ডেভিড উইলিয়ামসের পাস থেকে বল পেলেন রয় কৃষ্ণ। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি।
FULL-TIME | #ATKMBJFC @atkmohunbaganfc go top after edging out @JamshedpurFC at the Fatorda. #HeroISL #LetsFootball pic.twitter.com/vAxiEweMBn
— Indian Super League (@IndSuperLeague) February 14, 2021