ফলের গোলে এগিয়ে মুম্বই সিটি এফসি ছবি টুইটার
ম্যাচ শেষ। এটিকে মোহনবাগানকে হারিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি। লিগ শিল্ডও জিতে গেল তারা। ম্যাচের সেরা মোর্তাদা ফল। সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি।
Congratulations, @MumbaiCityFC 🛡️🙌#HeroISL #LetsFootball pic.twitter.com/bJBOheIfBO
— Indian Super League (@IndSuperLeague) February 28, 2021
৯০ মিনিট। ৫ মিনিট সংযুক্তি সময়। ফিরে আসার লড়াই চালাচ্ছে এটিকে মোহনবাগান।
৮৫ মিনিট। ব্যবধান কমানোর চেষ্টা করলেও এখনো গোল করতে পারেনি এটিকে মোহনবাগান।
৮০ মিনিট। গোল পরিশোধ করতে না পেরে মরিয়া এটিকে মোহনবাগান।
৭০ মিনিট। আক্রমণ করছে এটিকে মোহনবাগান তবে গোলের দরজা খুলতে পারেনি তারা।
৬৭ মিনিট। এদু গার্সিয়ার শট প্রথম পোস্টের সাইড নেটে লেগে বাইরে।
৬৩ মিনিট। ডানদিক থেকে প্রবীরের ক্রস থেকে সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের কাছে রয় কৃষ্ণার হাঁটুতে লেগে বল অমরিন্দরের হাতে
৬০ মিনিট। ডান দিক থেকে প্রবীর দাসের শট ক্রসবারে লেগে বাইরে
৫৫ মিনিট। মুম্বইয়ের আক্রমণের ঝাঁজ বাড়তেই চার ডিফেন্ডারে চলে এল এটিকে মোহনবাগান। আক্রমণে উঠে এলেও গোল করতে ব্যর্থ এটিকে মোহনবাগান
৫০ মিনিট। ব্যবধান বাড়াতে আক্রমণ করে যাচ্ছে মুম্বই
দ্বিতীয়ার্ধ। শুরু হল খেলা
হাফটাইম। ০-২ গোলে পিছিয়ে এটিকে মোহনবাগান
৩৯ মিনিট। গোওওওওল হারমান সান্তানার ফ্রিকিক ক্রস বারে লেগে ফিরে এলে হেডে গোল করে যান ওগবেচে।
৩০ মিনিট। লম্বা বল খেলে এটিকে মোহনবাগানের ওপর চাপ বাড়াচ্ছে মুম্বই সিটি এফসি। অক্রমণ করছে এটিকে মোহন বাগানও
২৫ মিনিট। কর্নার পেল এটিকে মোহনবাগান। চাপ বাড়াচ্ছেন রয় কৃষ্ণরা।
২০ মিনিট। চোটের জন্য উঠে গেলেন এটিকে মোহনবাগান অধিনায়ক সন্দেশ ঝিঙ্গন। তার জায়গায় নামলেন প্রবীর দাস।
১৫ মিনিট। মাঝমাঠ দখলের চেষ্টা করছে দুই দলই।
১০ মিনিট। খেলায় ফেরার চেষ্টা করছে এটিকে মোহনবাগান।
৭ মিনিট। গোওওওওল জাহুর ফ্রিকিক থেকে থেকে হেডে আইএসলের ১২ তম গোল করে গেলেন ফল। মুম্বই এগিয়ে ১-০ গোলে।
7' GOAL | #MCFCATKMB
— Indian Super League (@IndSuperLeague) February 28, 2021
Mourtada Fall heads in Ahmed Jahouh's stunning pass to put @MumbaiCityFC ahead!
MCFC 1-0 ATKMB #HeroISL #LetsFootball
৫ মিনিট। তাগিদ বেশি তাই আক্রমণ করছে মুম্বই।
কিক অফ। শুরু হল খেলা।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে ও লিগ শিল্ড জিততে তাদের দরকার একটা পয়েন্ট। তবে তাদের প্রতিপক্ষ লিগ টেবিলের দুই নম্বরে থাকা মুম্বই সিটি এফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে হলে জয় পেতেই হবে মুম্বইকে। দুদলই অনেক আগে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই দুই দলের মধ্যে যারা শীর্ষে থেকে লিগ শেষ করবে তারা খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। প্রথম একাদশে ফেরত এসেছেন মার্সেলিনহো ও প্রণয় হালদার। তবে জয়ের লক্ষ্য নিয়েই এই ম্যাচে নামতে চাইছে এটিকে মোহনবাগান। ইতিহাসের সামনে দাঁড়িয়ে এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না সবুজ মেরুন শিবির। বরাবরের মতোই রক্ষণ সামলেই আক্রমণে যেতে চাইছেন আন্তনিয়ো লোপেজ হাবাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy