উচ্ছ্বসিত রয় কৃষ্ণ। নর্থ ইস্টের বিরুদ্ধে গোলের পর। ছবি টুইটার থেকে নেওয়া।
আইএসএলের পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান। রবিবার ফতোরদা স্টেডিয়ামে সবুজ-মেরুন জার্সিধারীরা ২-০ হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে।
FULL-TIME | #ATKMBNEU
— Indian Super League (@IndSuperLeague) January 3, 2021
Another clean sheet and a win for @atkmohunbaganfc ✅#HeroISL #LetsFootball pic.twitter.com/5SOTcuCRHO
এই জয়ের ফলে ৯ ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ২০। ৮ ম্যাচে ১৯ পয়েন্টে মুম্বই সিটি এফসি নেমে গেল দ্বিতীয় স্থানে। হাবাসের দল এর পরের ম্যাচে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি-র। সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে ফুটবলমহল।
রবিবার ম্যাচের প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি এটিকে মোহনবাগান। এমনকী, তেমন কোনও গোলের সুযোগও তৈরি করতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে শরীর ছুড়ে দেওয়া রয় কৃষ্ণর গোলে ১-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ৫৮ মিনিটেই বাড়ে ব্যবধান। নর্থ ইস্টের বেঞ্জামিন ল্যামবোট করেন আত্মঘাতী গোল। ২-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। আরও গোলের সুযোগ এসেছিল। কিন্তু ব্যবধান বাড়েনি।
আরও পড়ুন: নর্থ ইস্টকে ২-০ হারিয়ে শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান
আরও পড়ুন: অভিষেক ম্যাচেই গোল ব্রাইটের, ওডিশাকে হারিয়ে আইএসএলে প্রথম জয় লাল-হলুদের
অন্য দিকে, আরও একবার ক্লিন শিট রাখল এটিকে মোহনবাগান। মাত্র একবার নর্থ ইস্ট দলের শট এটিকে মোহনবাগানের গোলের মধ্যে ছিল। বাকি সময় সবুজ-মেরুনের রক্ষণে সে ভাবে চাপ তৈরি করতেই পারেনি তারা।
জয়ের পর ম্যাচের সেরা রয় কৃষ্ণ বললেন, “আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। দ্বিতীয়ার্ধের শুরুতে তা কাজে লাগাতে পেরেছি। নর্থ ইস্ট খুব জমাট দল। ফলে আমাদের ধৈর্য ধরতেই হত।” তিনি নিজে আগের ৩ ম্যাচে গোল পাননি। যা নিয়ে চলছিল চর্চা। কোচ হাবাস যদিও আস্থা রেখেছিলেন তাঁর উপরে। সেই আস্থারই মর্যাদা রবিবার দিলেন রয় কৃষ্ণ। প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা এখন ৬।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy