২৭ তারিখ বাংলা ভাগ হয়ে যাওয়ার সেই ম্যাচ। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। মাঠে দুই প্রধানের সাক্ষাৎ মানে উত্তেজনার পারদ আকাশছোঁয়া। গ্যালারিতে তৈরি হয় শব্দব্রহ্ম। ৯০ মিনিটের লড়াই চায়ের পেয়ালায় তুফান তোলে। শুক্রবারের মহা ম্যাচে শব্দব্রহ্ম তৈরি হওয়ার অবশ্য কোনও সম্ভাবনা নেই। দর্শকশূন্য মাঠে খেলা হলেও লড়াইটা থাকবে একই। সেই ম্যাচের আগে এক বার ফিরে দেখা দুই দলের সেরা কিছু মুহূর্ত, কিছু অঘটন, কিছু বিতর্ক।