মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: আইপিএল
চলতি আইপিএলে বেশ কিছু ম্যাচে পরের দিকে ব্যাট করতে নেমে মাতিয়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের পর লখনউ সুপার জায়ান্টস ম্যাচেও তাঁর ‘ক্যামিয়ো’ ইনিংস দেখা গিয়েছে। দাবি উঠছে, কেন ধোনিকে আরও আগে নামানো হচ্ছে না। সেই উত্তর দিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।
এ বারের আইপিএলে ধোনির স্ট্রাইক রেট ২৫৫.৮৮। ৬০-এর উপর রান করা ব্যাটারদের মধ্যে তাঁর স্ট্রাইক রেটই সেরা। তবু কেন নীচের দিকে নামছেন ধোনি, জানিয়েছেন ফ্লেমিং। বলেছেন, ধোনির এখনও হাঁটুর চোট রয়েছে। গত কয়েকটি ম্যাচেই রয়েছে। সে কারণেই আরও আগে নেমে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। ফ্লেমিংয়ের কথায়, “অতীতে ওর হাঁটুতে অনেক সমস্যা হয়েছে। এখনও সেটা থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালাচ্ছে। তাই জন্যই মাত্র কয়েকটা বল খেলার জন্য নামে। অবশ্যই আমরা ওকে বেশি সময় খেলতে দেখতে চাই। কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আমরা ওকে গোটা প্রতিযোগিতায় চাই। ২-৩ ওভার ক্যামিয়ো হলেই চলবে। সেই পজিশন ও উপভোগ করছে।”
বাকি দলকে সতর্কও করে দিয়েছেন ফ্লেমিং। তাঁর মতে, ধোনির উপর নির্ভরশীল না হয়ে দলের বাকি ব্যাটারদের উচিত চাপ কম রাখা। ফ্লেমিংয়ের কথায়, “ব্যাটিং অর্ডারের উচিত ধোনির জন্য এমন একটা পজিশন তৈরি করা যাতে ধোনি নিজেই নিজেকে উপরে তুলে আনতে পারে এবং কোনও চাপ ছাড়াই খেলতে পারে। আমরা সবাই ধোনির থেকে ভাল ইনিংস দেখতে চাই। ও খেলতে নামার সময় অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy