Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IPL 2022

IPL 2022: আইপিএলের প্রথম ম্যাচে হেরে দলের ক্রিকেটারদের কী বললেন হার্দিক

দল হারলেও হার্দিকের ফর্ম ক্রমেই ভাল হচ্ছে। প্রথম তিন ম্যাচে ভাল শুরু করলেও বড় রান পাচ্ছিলেন না। হায়দরাবাদের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন তিনি। সেই সঙ্গে প্রতি ম্যাচেই প্রায় চার ওভার বল করছেন তিনি। হারের ধাক্কা কাটিয়ে আগামী ম্যাচে তাঁরা ফের জয়ে ফিরবেন বলে আশা অধিনায়কের।

প্রথম ম্যাচ হেরে কী বললেন হার্দিক

প্রথম ম্যাচ হেরে কী বললেন হার্দিক ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৪:১২
Share: Save:

আইপিএলে জয়ের হ্যাটট্রিকের পরে অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছে গুজরাত টাইটান্সকে। প্রথম ম্যাচে হারের পরেও অবশ্য খুব বেশি চিন্তা করতে রাজি নন দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। বরং ক্রিকেটারদের খেলা উপভোগ করার বার্তা দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘‘আমরা ১০ রান কম করেছিলাম। সেটাই তফাত করে দিল। আমাদের বোলাররাও ভাল বল করেছে। কিন্তু দু’ওভারে খেলা ঘুরে গেল। আইপিএলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। প্রতিটা খেলা টান টান হয়। কোনও ম্যাচ আমরা জিতব। কোনও ম্যাচ হারব। খেলায় তো হার-জিত আছেই।’’

তার পরেই দলের ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দেন হার্দিক। তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য একই রকম থাকবে। নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। আগামী ম্যাচে যাতে আগের ম্যাচের ভুল না হয় সেই চেষ্টা করব। কয়েক দিন পরেই আমাদের পরের খেলা। সবাইকে বলেছি মনকে হাল্কা রেখে খেলা উপভোগ করতে। তা হলেই ভাল ফল হবে।’’

দল হারলেও হার্দিকের ফর্ম ক্রমেই ভাল হচ্ছে। প্রথম তিন ম্যাচে ভাল শুরু করলেও বড় রান পাচ্ছিলেন না। হায়দরাবাদের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন তিনি। সেই সঙ্গে প্রতি ম্যাচেই প্রায় চার ওভার বল করছেন তিনি। হারের ধাক্কা কাটিয়ে আগামী ম্যাচে তাঁরা ফের জয়ে ফিরবেন বলে আশা অধিনায়কের।

অন্য বিষয়গুলি:

IPL 2022 Hardik Pandya Gujarat Titans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE