কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দলকে জিতিয়ে উল্লাস বিজয় শঙ্করের। ছবি: আইপিএল
এ বারের আইপিএলে ভাল ছন্দে রয়েছেন বিজয় শঙ্কর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর অর্ধশতরান দলকে জিতিয়েছে। এই বছরই ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ। সেই দলে কি সুযোগের আশায় রয়েছেন শঙ্কর? কেকেআরকে হারিয়ে তার জবাব দিলেন হার্দিক পাণ্ড্যদের দলের ব্যাটার।
এখনই বিশ্বকাপের কথা ভাবছেন না শঙ্কর। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপ এখন আমার থেকে অনেক দূরে। মানসিক ভাবে এ সব ভাবার অবস্থায় নেই আমি। দলকে জেতানোর আনন্দই এখন আমি প্রতিটা ম্যাচ থেকে নিতে চাই।’’
ক্রিকেটকে শুধু উপভোগ করতে চান শঙ্কর। অন্য কোনও প্রত্যাশা নেই তাঁর। শঙ্কর বলেছেন, ‘‘দলের জেতায় যদি আমার ভূমিকা থাকে তা হলে খুব ভাল লাগে। আমি ক্রিকেট খেলতে ভালবাসি। সেই কারণে এখনও খেলছি। কোনও প্রত্যাশা নেই। শুধু ক্রিকেট উপভোগ করতে চাই।’’
অনুশীলনে কঠিন পরিশ্রম করেন বলেই সাফল্য পাচ্ছেন শঙ্কর। দলের কোচিং স্টাফদের প্রশংসা করেছেন তিনি। শঙ্কর বলেছেন, ‘‘আমাদের দলের অনুশীলন খুব কড়া। প্রত্যেকেই খুব কঠিন অনুশীলন করে। প্রস্তুতি ভাল হয় বলেই ম্যাচে তার ফল পাচ্ছি। এর জন্য কোচিং স্টাফদের ধন্যবাদ।’’
এ বারের আইপিএলে ৬টি ম্যাচে ১৯৯ রান করেছেন শঙ্কর। ৪৯.৭৫ গড় ও ১৬৫.৮৩ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তাঁর দু’টি অর্ধশতরানই এসেছে কলকাতার বিরুদ্ধে। ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন শঙ্কর। তাঁকে দলে নেওয়া নিয়ে নির্বাচকদের সমালোচনাও হয়েছিল। কারণ, প্রতিযোগিতায় বিশেষ কিছু করতে পারেননি তিনি। তার পর থেকে আর জাতীয় দলে সুযোগ হয়নি এই ডান হাতি অলরাউন্ডারের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy