Top five batters to score most sixes and fours in IPL 2022 dgtl
IPL 2022
IPL 2022: রাসেল থেকে বাটলার, আইপিএলে চার-ছক্কার ফুলঝুরিতে প্রথম পাঁচে যে ব্যাটাররা
প্রায় প্রতি ম্যাচেই বল উড়ছে আকাশে। গিয়ে পড়ছে দর্শকদের মাঝে। দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন মোট ন’জন ব্যাটার।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৫:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
আইপিএল মানেই চার-ছক্কার ফুলঝুরি। এ বারও তার ব্যতিক্রম নয়। প্রায় প্রতি ম্যাচেই বল উড়ছে আকাশে। গিয়ে পড়ছে দর্শকদের মাঝে। দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন মোট ন’জন ব্যাটার।
০২১১
আইপিএলের প্রথম ৩৭ ম্যাচের পরে ছক্কার তালিকায় শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। ইংল্যান্ডের এই ক্রিকেটার সব থেকে বেশি ৩২টি ছক্কা মেরেছেন।
০৩১১
তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটারের হাত থেকে এখনও পর্যন্ত ২২টি ছক্কা এসেছে।
০৪১১
খুব বেশি পিছিয়ে নেই আর এক ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমেয়ার। রাজস্থানের এই ব্যাটার ১৭টি ছক্কা মেরেছেন।
০৫১১
তালিকায় চার নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের এই ব্যাটার ১৬টি ছক্কা মেরেছেন।
০৬১১
প্রথম পাঁচের মধ্যে একমাত্র ভারতীয় সঞ্জু স্যামসন। রাজস্থানের অধিনায়ক সঞ্জু এখনও পর্যন্ত ১৫টি ছক্কা মেরেছেন।
০৭১১
আইপিএলে সব থেকে বেশি চারের তালিকাতেও শীর্ষে বাটলার। তিনটি শতরান-সহ মোট ৪৯১ রান করতে গিয়ে ৪১টি চার মেরেছেন এই ডান হাতি ব্যাটার।
০৮১১
বাটলারের পরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ। এখনও পর্যন্ত ৩৪টি চার মেরেছেন দিল্লি ওপেনার।
০৯১১
চারের তালিকায় অবশ্য বাটলার ছাড়া বাকি চার জনই ভারতীয়। তিন নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ৩৩টি চার মেরেছেন।
১০১১
চার নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এখনও পর্যন্ত তিনি মেরেছেন ৩০টি চার।
১১১১
তালিকায় পাঁচ নম্বরে আর এক জন অধিনায়ক রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার এখনও পর্যন্ত ২৬টি চার মেরেছেন এ বারের আইপিএলে।