নববর্ষের দুপুরে কেকেআর ক্রিকেটারদের জন্য ছিল বাঙালি খাবারের ব্যবস্থা। ছবি: টুইটার।
পয়লা বৈশাখ বলে কথা। খাওয়াদাওয়ার বিশেষ আয়োজন থাকবে না, তা হতেই পারে না। আইপিএলের সূচি যতই ঠাসা হোক, পয়লা বৈশাখে ছাড় নেই। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের জন্য বিশেষ ভূরিভোজের ব্যবস্থা করেছিলেন বাইপালের ধারের হোটেল কর্তৃপক্ষ।
স্যান্ডউইচ, স্যুপ, স্যালাড এ সব পাওয়া যাবে না। মধ্যাহ্নভোজে কব্জি ডুবিয়ে খেতে হবে বাঙালি খাবার। হোটেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। বাংলা নববর্ষের দিন সম্পূর্ণ বাঙালি খাবারের আয়োজন করতে বলা হয়েছিল কেকেআর কর্তৃপক্ষের তরফেই। সেই মতোই হল সব আয়োজন। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততে পারেনি কলকাতা। রবিবার আবার প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার মধ্যহ্নভোজ সেরে মুম্বই উড়ে গেলেন নাইটরা।
ক্রিকেটারদের সঙ্গে আগেই খাবারের ব্যাপারে কথা বলে নিয়েছিলেন হোটেলের কর্মীরা। ছিল পঞ্চব্যঞ্জনের আয়োজন। রুপোর থালা-বাটি সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল নাইটদের। শনিবার নাইটদের মেনুতে ছিল সাদা ভাত, লুচি, মুগ ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা, স্যালাড, শুক্তো, নিরামিষ তরকারি, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, মুরগির ঝোল, পাঁঠার মাংস, চাটনি, পায়েস, মিষ্টি দই।
কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-সহ দেশি-বিদেশি ক্রিকেটাররা বাংলা নববর্ষের দিনে বাঙালি পদে মধ্যাহ্নভোজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। কয়েক জন চেটেপুটেও খেয়েছেন। প্রতি দিনের ডায়েট চার্টের তোয়াক্কা করেননি কেউই। ক্রিকেটারদের মধ্যাহ্নভোজের ভিডিয়ো সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।
𝘈𝘴𝘩𝘢 𝘬𝘰𝘳𝘪 𝘢𝘱𝘯𝘢𝘥𝘦𝘳 𝘕𝘰𝘣𝘰𝘣𝘰𝘳𝘴𝘩𝘰 𝘴𝘶𝘣𝘩𝘰 𝘩𝘰𝘬! @NitishRana_27 | @rinkusingh235 | @venkateshiyer | #BengaliNewYear | #AmiKKR pic.twitter.com/OECC0ZLIkL
— KolkataKnightRiders (@KKRiders) April 15, 2023
বাংলা নববর্ষের দিন বিকালেই শহর ছেড়েছেন নাইটরা। উড়ে গিয়েছেন মুম্বই। রবিবার সেখানে তাঁদের প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই। এ দিন সকালেই ক্রিকেটপ্রেমীদের নববর্ষের শুভেচ্ছা জানান নীতীশ রানারা। সেই ভিডিয়োও সমাজমাধ্যমে পোস্ট করেছে কেকেআর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy