মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকের আগে সচিনের সঙ্গে অর্জুন। ছবি: টুইটার।
নিজের খেলা থাকলে যতটা চাপে থাকতেন, তার থেকে বেশি চাপে থাকেন ছেলের খেলা থাকলে। তাই কোনও দিন ছেলের খেলা দেখেননি সচিন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুন তেন্ডুলকরের অভিষেকের পর জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
ছেলেকে প্রথম বার খেলতে দেখলেন আইপিএলের ম্যাচে। সচিন বলেছেন, ‘‘আমার একটা নতুন অভিজ্ঞতা হল। সত্যি বলতে এর আগে কখনও অর্জুনের খেলা দেখতে যাইনি।’’ ছেলেকে কখনও কিছু করতে বাধা দেননি সচিন। কিছু চাপিয়েও দেননি। সচিন বলেছেন, ‘‘শুধু চেয়েছিলাম, ও যা করতে চায় স্বাধীন ভাবে করুক। নিজের ইচ্ছা স্বাধীন ভাবে প্রকাশ করুক। আজও মাঠে ছিলাম না। সাজঘরে বসেছিলাম। চাইনি অর্জুন নিজের লক্ষ্য থেকে সরে যাক। স্টেডিয়ামের বড় স্ক্রিনে আমাকে দেখলে মনে করতে পারত, আমি নজর রাখছি। তাই নিজেকে ভিতরে রেখেছিলাম।’’
রবিবার মুম্বইয়ের হয়ে অর্জুনের অভিষেক আইপিএলে নতুন নজির তৈরি করেছে। বাবা এবং ছেলের আইপিএল খেলার নজির দ্বিতীয় নেই। বিষয়টি অজানা নয় সচিনের। তিনি বেশ আবেগপ্রবণ। প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘এটা অন্যরকম অনুভূতি। ২০০৮ আইপিএলে আমার প্রথম মরসুম ছিল। ১৬ বছর পর অর্জুন সেই একই দলের হয়ে খেলল। বিষয়টা খারাপ নয়।’’
Arjun, today you have taken another important step in your journey as a cricketer. As your father, someone who loves you and is passionate about the game, I know you will continue to give the game the respect it deserves and the game will love you back. (1/2) pic.twitter.com/a0SVVW7EhT
— Sachin Tendulkar (@sachin_rt) April 16, 2023
কলকাতার বিরুদ্ধে অর্জুন ২ ওভার বল করেছেন। দিয়েছেন ১৭ রান। কোনও উইকেট পাননি বাঁহাতি জোরে বোলার। আইপিএল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অর্জুনও। সচিন-পুত্র বলেছেন, ‘‘মুহূর্তটা দুর্দান্ত। ২০০৮ সাল থেকে যে দলকে সমর্থন করছি, সেই দলের হয়েই খেলার সুযোগ পেলাম। মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় দলের টুপি পাওয়া অবশ্যই আমার কাছে বিশেষ অনুভূতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy