ছন্দে থাকলে তিনি কোনও বোলারকেই তোয়াক্কা করেন না। কিন্তু কিছু কিছু বোলার রয়েছেন ক্রিকেটবিশ্বে, যাঁরা বিরাট কোহলিকে বার বার সমস্যায় ফেলেছেন। অতীতে একাধিক বার জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন কোহলি। ট্রেন্ট বোল্টও একাধিক বার ঘায়েল করেছেন কোহলিকে। সেই তালিকায় ঢুকে পড়েছেন সুনীল নারাইনও। কলকাতা নাইট রাইডার্সের বোলারকে খেলতে গেলেই বার বার আউট হন তিনি।
পরিসংখ্যান বলছে, আইপিএলে মোট ১৪ বার নারাইনের বলের বিরুদ্ধে খেলতে হয়েছে কোহলিকে। বৃহস্পতিবার নিয়ে মোট চার বার নারাইনের বলে আউট হয়েছেন তিনি। যত বারই নতুন কৌশল মাথায় নিয়ে নামেন কোহলি, তত বারই কোনও না কোনও উপায়ে তাঁকে আউট করেন নারাইন। এমনিতেই নারাইনের বিরুদ্ধে ১০০-র উপর রান রয়েছে কোহলির। কিন্তু স্ট্রাইক রেট ১০০-রই আশপাশে, টি-টোয়েন্টিতে যা নেহাতই গড়পড়তা। অর্থাৎ বোঝাই যাচ্ছে, নারাইনের বিরুদ্ধে খেলতে গেলে মোটেই স্বচ্ছন্দ নন কোহলি।
ICYMI - TWO outstanding deliveries. Two massive wickets.
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
Sunil Narine & Varun Chakaravarthy get the #RCB openers early on.
Follow the match - https://t.co/J6wVwbsfV2#TATAIPL | #KKRvRCB pic.twitter.com/GvL1U1GRWW
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ়ের বোলার যে কোহলিকে বার বার সমস্যায় ফেলেন, এটা জানা ছিল কলকাতার অধিনায়ক নীতীশ রানার। তাই বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক হাত খুলে মার শুরু করতেই ষষ্ঠ ওভারে নারাইনকে নিয়ে আসেন নীতীশ। নারাইনের একটি সোজা বল সামনে এগিয়ে খেলতে গিয়ে ঠকে যান কোহলি। লাইন বুঝতেই পারেননি। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে স্টাম্প ফেলে দেয়।