দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে আইপিএলে ২৩৩টি ম্যাচে ৬৯৮৮ রান ছিল কোহলির নামের পাশে। ছবি: আইপিএল
আইপিএলে নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। আগে কেউ যে কাজ করতে পারেননি, সেটাই করলেন আরসিবির ক্রিকেটার। প্রথম ব্যাটার হিসাবে প্রতিযোগিতার ইতিহাসে সাত হাজার রান করলেন তিনি। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ১২ রান করার পরেই এই কৃতিত্ব অর্জন করেন কোহলি।
দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে আইপিএলে ২৩৩টি ম্যাচে ৬৯৮৮ রান ছিল কোহলির নামের পাশে। গড় ৩৬.৬১। চলতি আইপিএলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। দিল্লিতে নামার আগে ৯টি ম্যাচে ৩৭৬ রান করেছেন তিনি।
২০১৬ সালে একটি মরসুমে ৯৭৩ রান করেছিলেন কোহলি। সেটি আজও এক মরসুমে সর্বোচ্চ রান। গত বার কাছাকাছি এসেও তা ভাঙতে পারেননি জস বাটলার। সে বার চারটি শতরান করেন কোহলি। সব মিলিয়ে আইপিএলে তাঁর পাঁচটি শতরান এবং ৪৬টি অর্ধশতরান রয়েছে তাঁর। সর্বোচ্চ ১১৩।
গত বছর আইপিএল সবচেয়ে খারাপ কেটেছিল কোহলির। ১৬টি ম্যাচে মাত্র ৩৪১ রান করেছিলেন তিনি। গড় ছিল মাত্র ২২.৭৩। গত বছর আইপিএলের ইতিহাসে মন্থর ভাবে একটি অর্ধশতরান করে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি।
7⃣0⃣0⃣0⃣ 𝗜𝗣𝗟 𝗥𝗨𝗡𝗦 𝗙𝗢𝗥 𝗞𝗜𝗡𝗚 𝗞𝗢𝗛𝗟𝗜! 👑@imVkohli becomes the first batter to surpass this milestone in IPL 🫡
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
TAKE. A. BOW 👏#TATAIPL | #DCvRCB | @RCBTweets pic.twitter.com/VP4dMvLTwY
আইপিএলের ইতিহাসে রানের বিচারে কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ২১৩টি ম্যাচে তার ৬৫৩৬ রান রয়েছে। এর পরে ডেভিড ওয়ার্নার ১৭২টি ম্যাচে করেছেন ৬১৮৯ রান। রোহিত শর্মার রয়েছে ২৩৭টি ম্যাচে ৬০৬৩ রান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy