বিরাট কোহলি। —ফাইল চিত্র।
দলের খুশির দিনে ভাল খবর বিরাট কোহলির জন্যও। চলতি আইপিএলের প্লে-অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট হাতে ফর্মে রয়েছেন বিরাট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে নতুন রেকর্ড করেছেন তিনি। একটি মাঠে সব থেকে বেশি রান করেছেন তিনি।
ঘরের মাঠ চিন্নাস্বামীতে ৩০০০-এর বেশি রান পূর্ণ করেছেন কোহলি। তুষার দেশপাণ্ডের বলে বিশাল ছক্কা মেরে এই নজির গড়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে একটি মাঠে ৩০০০ রান আর কোনও ব্যাটারের নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ওয়াংখেড়েতে আইপিএলে ২২৯৫ রান করেছেন তিনি।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাটেরই প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্স। চিন্নাস্বামীতে ১৯৬০ রান করেছেন তিনি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এক মাঠে সবচেয়ে বেশি রান ডিভিলিয়ার্সেরই রয়েছে।
চলতি আইপিএলে কমলা টুপির লড়াইয়ে সবাইকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। ১৪টি ম্যাচে ৭০৮ রান করেছেন তিনি। ৬৪.৩৬ গড় ও ১৫৫.৬০ স্ট্রাইক রেটে রান করেছেন বিরাট। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান এসেছে বেঙ্গালুরুর ব্যাটারের ব্যাট থেকে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও কোহলির এই ফর্মই চাইছেন ভারতীয় সমর্থকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy