গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের রুদ্ধশ্বাস জয়ে মজেছেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের শেষ পাঁচ বলে রিঙ্কু সিংহের ব্যাটিং নিয়ে আলোচনা চলছে সর্বত্র। মুগ্ধ বলিউড অভিনেতারাও। তাঁরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অভিনেতা রণবীর সিংহ সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিঙ্কুর ইনিংস দেখে। তিনি লিখেছেন, ‘‘রিঙ্কু!! রিঙ্কু!!রিঙ্কু!!রিঙ্কু!! এটা কী ছিল!?’’ ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি সিনেমা ‘৮৩’-তে অধিনায়ক কপিলদেবের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর।
RINKU !!!!!!!!! RINKU !!!!!!! RINKU !!!!!!! RINKU !!!!!!!!!!!!!!! Yeh kya tha !?!?!?! 🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯 #IPLonStar #GTvsKKR @KKRiders #rinkusingh @StarSportsIndia 🏏
— Ranveer Singh (@RanveerOfficial) April 9, 2023
উচ্ছ্বাস গোপন রাখতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তিনিও সমাজমাধ্যমে কেকেআর এবং রিঙ্কুর ইনিংস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ কন্যা সুহানা খানও।

উচ্ছ্বাস গোপন রাখতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ছবি: ইনস্টাগ্রাম।

উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ কন্যা সুহানা খানও। ছবি: ইনস্টাগ্রাম।
সমাজমাধ্যমে অভিনেতা অর্জুন রামপাল লিখেছেন, ‘‘ও মাই গড! রিঙ্কু পর পর পাঁচটা ছয় মারল! কী অবিশ্বাস্য ভাবে রান তাড়া করে জিতল কেকেআর। আগে কখনও এমন জয় দেখিনি। অসম্ভব উপভোগ্য। অভিনন্দন কেকেআর।’’
Omg KKR #RikuSingh 5 sixes in a row. What a chase incredible, never seen anything like this. Absolutely exhilarating. Congratulations #KKR #Hattrick #IPL2023 #insanity #chase200plus
— arjun rampal (@rampalarjun) April 9, 2023
— arjun rampal (@rampalarjun) April 9, 2023
সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতো বলিউড অভিনেতারাও কলকাতা নাইট রাইডার্সের জয়ে মুগ্ধ। রিঙ্কুর ইনিংসের প্রশংসা করেছেন প্রায় সকলেই।