২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পরে বিভিন্ন দেশে ঘরোয়া লিগ শুরু হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জনপ্রিয় হলেও পিএসএলের জনপ্রিয়তা ততটা বাড়েনি। বিশেষ করে আর্থিক চুক্তি নিয়ে মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়েছে এই লিগ।
আইপিএলকে চ্যালেঞ্জ রামিজের ফাইল চিত্র।
আইপিএল না পিএসএল, কোন লিগ সেরা, সেই প্রশ্নের জবাবে কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খোয়াজা বলেছিলেন, সবার উপরে আইপিএল। কোনও লিগ তার ধারে কাছে আসতে পারবে না। কিন্তু আইপিএলকে সরাসরি চ্যালেঞ্জ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। পাকিস্তান সুপার লিগে কিছু বদলের পরিকল্পনা নিয়েছেন তিনি। সে রকম হলে নাকি আর কেউ আইপিএল খেলতেই যাবেন না।
রামিজ বলেন, ‘‘আমাদের আর্থিক ভাবে আরও সবল হতে হবে। আর তার জন্য পিএসএলকেই পাখির চোখ করতে হবে। আগামী বছর থেকে ড্রাফ্টের জায়গায় নিলাম পদ্ধতিতে ক্রিকেটার নেওয়ার পরিকল্পনা করছি। বাজার অনুযায়ী আমাদের বদলাতে হবে। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’’
তার পরেই আইপিএলকে সরাসরি চ্যালেঞ্জ করে বসেন রামিজ। তিনি বলেন, ‘‘এটা অর্থের খেলা। যত তাড়াতাড়ি আমরা আর্থিক ভাবে সবল হব তত বেশি পাকিস্তানের সম্মান বাড়বে। তার জন্য পিএসএলের দিকেই নজর দিতে হবে। নিলামের পদ্ধতিতে ক্রিকেটার কেনা হলে দলগুলিকে বেশি খরচ করতে হবে। ক্রিকেটাররাও বেশি টাকা পাবে। তার পরে দেখব কারা আইপিএল খেলতে যায়।’’
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পরে বিভিন্ন দেশে ঘরোয়া লিগ শুরু হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জনপ্রিয় হলেও পিএসএলের জনপ্রিয়তা ততটা বাড়েনি। বিশেষ করে আর্থিক চুক্তি নিয়ে মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়েছে এই লিগ। কিন্তু তার মধ্যেই এ বার সরাসরি আইপিএলকে চ্যালেঞ্জ করলেন রামিজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy