এ বারও আইপিএলের শুরু থেকে ছন্দে জস বাটলার। প্রথম ম্যাচেই অর্ধশতরান করলেন তিনি। ছবি: আইপিএল
গত বার যেখানে শেষ করেছিলেন এ বার সেখান থেকেই শুরু করলেন জস বাটলার। আইপিএলে আবার তাঁর বিধ্বংসী রূপ দেখা গেল। শুধু তিনি নয়, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনরাও ঝোড়ো ইনিংস খেললেন। দলের তিন ব্যাটারের অর্ধশতরানে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৩ রান করল রাজস্থান।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল রাজস্থান। দলের দুই ওপেনার বাটলার ও যশস্বী অবশ্য বেশি সময় নষ্ট করলেন না। প্রথম ওভার থেকেই হাত খুলে মারা শুরু করলেন তাঁরা। দুই ব্যাটারই সমান আক্রমণাত্মক খেলছিলেন। হায়দরাবাদের কোনও বোলারকেই থিতু হতে দিচ্ছিলেন না তাঁরা।
পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় রান করছিলেন রাজস্থানের দুই ব্যাটার। মাত্র ২০ বলে নিজের অর্ধশতরান করেন বাটলার। দেখে মনে হচ্ছিল, এ বারও হয়তো শতরান দিয়ে শুরু করবেন তিনি। কিন্তু পাওয়ার প্লে-র শেষ ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হন বাটলার। ২২ বলে ৫৪ রান করেন তিনি।
অপর ওপেনার যশস্বীও অর্ধশতরান করেন। তাঁকে সঙ্গে দেন অধিনায়ক সঞ্জু। দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। হায়দরাবাদকে আবার ম্যাচে ফেরান ফারুকি। ৫৪ রানের মাথায় যশস্বীকে আউট করেন তিনি। দেবদত্ত পড়িক্কল রান পাননি। উমরান মালিকের ১৪৯ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে করা বলে বোল্ড হন তিনি।
দলের রানকে টেনে নিয়ে যান অধিনায়ক সঞ্জু। তিনিও অর্ধশতরান করেন। তবে শুরুটা যে ভাবে করেছিল, শেষটা সে ভাবে করতে পারেনি রাজস্থান। ৫৫ রানের মাথায় আউট হন সঞ্জু। শেষ দিকে পর পর কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় অন্তত ২০ রান কম হয় রাজস্থানের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy