রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে রবিচন্দ্রন অশ্বিন। আরও এক বার আলোচনার কেন্দ্রে তিনি। —ফাইল চিত্র
আরও এক বার শিরোনামে রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে আবার খেলা চলাকালীন মাঁকড়ীয় আউট করার ভঙ্গি দেখালেন তিনি। যদিও আউট করেননি। প্রতিপক্ষ দলের অধিনায়ক শিখর ধাওয়ানকে হুঁশিয়ারি দিলেন তিনি। বুঝিয়ে দিলেন, আরও এক বার ধাওয়ান উইকেট ছেড়ে বেরিয়ে গেলে তাঁকে মাঁকড়ীয় আউট করবেন তিনি।
পঞ্জাব কিংসের ইনিংসের সপ্তম ওভারে ঘটে এই ঘটনা। তখন ব্যাট করছিলেন প্রভসিমরন সিংহ। নন-স্ট্রাইকার হিসাবে দাঁড়িয়েছিলেন ধাওয়ান। অশ্বিন বল করার আগেই ক্রিজ ছেড়ে খানিকটা এগিয়ে যান ধাওয়ান। সেটা দেখে বল করার আগেই থেমে যান অশ্বিন। বোলারকে থেমে যেতে দেখে ধাওয়ান তড়িঘড়ি ক্রিজে ফিরে আসেন। সেই সময়ের মধ্যে চাইলে ধাওয়ানকে মাঁকড়ীয় আউট করতে পারতেন অশ্বিন। কিন্তু করেননি তিনি।
Ash warning Gabbar and Jos going "I've seen this movie before" in his head - it's all happening at Barsapara 😅
— JioCinema (@JioCinema) April 5, 2023
Stream #RRvPBKS LIVE & FREE NOW with #IPLonJioCinema - across all telecom operators 📲#TATAIPL #IPL2023 | @ashwinravi99 @josbuttler pic.twitter.com/M5dChwgARd
এই ঘটনা যখন ঘটছে তখন লং অন অঞ্চলে ফিল্ডিং করছিলেন জস বাটলার। তাঁকে বড় পর্দায় দেখানো হয়। বাটলারকে দেখে চিৎকার শুরু হয় মাঠে।
আইপিএলে প্রথম বার বাটলারকেই মাঁকড়ীয় আউট করেছিলেন অশ্বিন। ঘটনাচক্রে তখন অশ্বিন পঞ্জাব কিংসের অধিনায়ক। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় বাটলারকে মাঁকড়ীয় আউট করেন অশ্বিন। সেই সময় অনেক বিতর্ক হয়েছিল। অনেক বিদেশি ক্রিকেটার অশ্বিনের ‘স্পোর্টসম্যান স্পিরিট’-এর সমালোচনা করেছিলেন। তবে অশ্বিনের পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের যুক্তি ছিল, ক্রিকেটের নিয়মের আওতায় থেকেই আউট করেছেন অশ্বিন। এখন অবশ্য ক্রিকেটের নিয়মে মাঁকড়ীয় আউট বৈধ। তার পরেও কোনও বোলার তার চেষ্টা করলে আলোচনা শুরু হয়। আর সেই বোলার যদি অশ্বিন হন তা হলে আলোচনা আরও বাড়ে। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও সেটাই হল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy