Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
IPL 2024

লখনউয়ের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন করবে কেকেআর? কারা খেলবেন কলকাতার হয়ে?

লখনউয়ের বিরুদ্ধে প্রথম একাদশে সামান্য পরিবর্তন করতে পারে কেকেআর। গ্রিন পার্কের মন্থর উইকেটের কথা মাথায় রেখে বোলিং আক্রমণে রদবদল হতে পারে।

Picture of KKR team

কলকাতা নাইট রাইডার্স দল। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ১০:২৯
Share: Save:

জয়ী প্রথম একাদশ সাধারণত পরিবর্তন করে না কোনও দল। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো দলে পরিবর্তন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। নির্বাসিত থাকায় আগের ম্যাচে খেলতে পারেননি হর্ষিত রানা। লোকেশ রাহুলদের বিরুদ্ধে তিনি শ্রেয়স আয়ারদের প্রথম একাদশে ফিরবেন। লখনউয়ের গ্রিন পার্কে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ?

লখনউয়ের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ:

১) ফিল সল্ট কেকেআরের হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি ৩৯৭ রান করেছেন। প্রতিটি ম্যাচে ভাল শুরু করছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। উইকেটের পিছনেও বেশ ভাল ইংল্যান্ডের এই ক্রিকেটার।

২) সুনীল নারাইন সল্টের পরে দ্বিতীয় সর্বাধিক রান নারাইনের ৩৮০। পাশাপাশি কেকেআরের হয়ে সব থেকে বেশি ১৩টি উইকেটও নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। দলের হয়ে সল্টের স‌ঙ্গে তিনিই ইনিংস ওপেন করবেন লখনউয়ের ২২ গজে।

৩) অঙ্গকৃশ রঘুবংশী চলতি আইপিএলে নজর কেড়েছেন। যদিও শেষ কয়েকটি ম্যাচে তেমন রান পাননি। লখনউয়ের পিচে খুব বেশি রান উঠছে না এ বারের আইপিএলে। কিছুটা মন্থর উইকেট। তবু প্রথম একাদশে থাকবেন তরুণ ব্যাটার।

৪) শ্রেয়স আয়ার দলের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও রানের মধ্যে আছেন। চলতি আইপিএলে ২৫৭ রান করেছেন শ্রেয়স। তাঁর খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই।

৫) বেঙ্কটেশ আয়ার মুম্বইয়ের বিরুদ্ধে চাপের মুখে ৭০ রানের ইনিংস খেলার পর বেঙ্কটেশের দলে থাকা নিয়ে কোনও প্রশ্ন নেই। আইপিএলে এখনও পর্যন্ত ২২৪ রান করেছেন। আত্মবিশ্বাস পেয়ে যাওয়া মধ্যপ্রদেশের ব্যাটারও থাকবেন প্রথম একাদশে।

৬) আন্দ্রে রাসেল ব্যাটে-বলে দলের বড় অস্ত্র। কেকেআরের ভারসাম্য অনেকটাই নির্ভর করে তাঁর উপর। ১৮৬ রান করার পাশাপাশি ১১টি উইকেটও নিয়েছেন। যে কোনও ধরনের উইকেটে বড় শট নিতে পারেন। দ্রে রাসও খেলবেন লখনউয়ের বিরুদ্ধে।

৭) রিঙ্কু সিংহ বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও কেকেআরের বড় ভরসা রিঙ্কু। শেষ দিকের ওভারে দ্রুত রান তুলতে পারেন যে কোনও বোলারের বিরুদ্ধে। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ১৩২ রান। চাপের সময় দলের ত্রাতা হয়ে উঠতে পারেন।

৮) রমনদীপ সিংহ শেষ দিকে নেমে দ্রুত রান তুলছেন। প্রথম বল থেকেই বড় শট খেলার দক্ষতা রয়েছে। প্রয়োজনে বলও করতে পারেন তিনি। কেকেআর কর্তৃপক্ষের আস্থা রয়েছে তাঁর উপর। তিনিও খেলবেন লখনউয়ের বিরুদ্ধে।

৯) মিচেল স্টার্ক মুম্বইয়ের বিরুদ্ধে সব সমালোচনার জবাব দিয়েছেন স্টার্ক। আইপিএলে প্রথম বার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ স্টার্ক লখনউয়ের বিরুদ্ধে খেলবেনই। ফর্ম ফিরে পাওয়া স্টার্ক যে কোনও উইকেট ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এখনও পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন।

১০) বরুণ চক্রবর্তী ভাল ফর্মে রয়েছেন বরুণ। মুম্বইয়ের বিরুদ্ধেও

ভাল বল করেছেন। চলতি আইপিএলে ১৩টি উইকেট নেওয়া স্পিনারকে নিয়েই লখনউয়ে মাঠে নামবে কেকেআর।

১১) হর্ষিত রানা লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশে ফিরবেন হর্ষিত। ভাল ফর্মে রয়েছেন তিনি। তরুণ জোরে বোলার এখনও পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন। রাহুলদের বিরুদ্ধে তাঁর আগ্রাসী বোলিং কাজে লাগাতে চাইবে কেকেআর।

১২) বৈভব অরোরা (ইমপ্যাক্ট প্লেয়ার) চলতি আইপিএলে ৬টি ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন বৈভব। চোরা গতি রয়েছে তাঁর বোলিংয়ে। মন্থর উইকেটে যা বিভ্রান্ত করতে পারে ব্যাটারদের। সেটি কাজে লাগাতে পারেন তিনি। লখনউয়ের বিরুদ্ধে তাঁকেও খেলাতে পারে কেকেআর।

অন্য বিষয়গুলি:

IPL 2024 KKR LSG Probable Eleven
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy