লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পরে এ বার জরিমানার ধাক্কা দিল্লি ক্যাপিটালসে। আইপিএলের নিয়ম ভাঙায় পারিশ্রমিকের ২৫ শতাংশ জরিমানা করা হল দলের ওপেনার পৃথ্বী শ-কে।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইপিএলের নিয়মের ২.২ ধারা অনুযায়ী লেভেল ১ অপরাধ করেছেন পৃথ্বী। তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত নেন তা মানতে বাধ্য ক্রিকেটাররা। তার বিরুদ্ধে আবেদন করা যায় না।’ অবশ্য পৃথ্বী ঠিক কী নিয়ম ভেঙেছেন তা জানানো হয়নি।
আরও পড়ুন:
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। প্রথমে ব্যাট করে ১৯৫ রান করে লখনউ। রান তাড়া করতে নেমে ১৮৯ রানে শেষ হয় দিল্লির ইনিংস। ওপেন করতে নেমে সাত বলে পাঁচ রান করেন পৃথ্বী।