ঘরের মাঠে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধেও চাপে রয়েছে কেকেআর। ছবি: আইপিএল।
এ বার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। শেষ দু’টি ম্যাচ জিতে ইডেনে খেলতে এসেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। কলকাতা নাইট রাইডার্স অবশ্য ঘরের মাঠেও চাপে। টানা তিন ম্যাচে হারই চাপে রেখেছে নীতীশ রানার দলকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার বৃষ্টি হতে পারে কলকাতায়। শহরবাসী তীব্র গরম থেকে খানিক স্বস্তির আশায় রয়েছেন। তবে বৃষ্টির সম্ভাবনাই উদ্বেগে রেখেছে ইডেনের দুই প্রতিপক্ষকে। দু’দলের চোখই রবিবার থাকবে শহরের আকাশের দিকে। ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির হিসেব মাথায় রাখতে হবে। সে ক্ষেত্রে দু’দলই টস জিতলে প্রথমে ব্যাট করে নিতে পারে। লক্ষ্য থাকবে কম উইকেট হারিয়ে যত বেশি সম্ভব রান তোলা।
আইপিএলের প্রথম ম্যাচ থেকেই কেকেআরের অন্যতম প্রধান সমস্যা ওপেনিং জুটি এবং পাওয়ার প্লের ব্যাটিং। যে উদ্বেগের কথা ধরা পড়েছে ম্যাচের আগের দিন বোলিং কোচ ভরত অরুণের গলাতেও। প্রথম একাদশ নিয়েও চাপে রয়েছে কলকাতা শিবির। পর পর তিন ম্যাচে হার চাপ বাড়িয়েছে দলের উপর। রহমানুল্লা গুরবাজ় ব্যাটে রান পাওয়ায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছিল লিটন দাসকে। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার চিন্তা আরও বাড়িয়েছেন। ব্যাটে রান পাননি। উইকেটের পিছনেও ব্যর্থ।
উপরের দিকের ব্যাটারদের ধারাবাহিকতার অভাব যেমন নাইটদের বড় চিন্তা, তেমনই উদ্বেগের কারণ পাওয়ার প্লের বোলিং। উমেশ যাদব, লকি ফার্গুসন বা টিম সাউদিরা দলকে ভরসা দিতে পারছেন না তেমন। যদিও দলের স্পিনারদের ধারাবাহিকতা কিছুটা স্বস্তি দিচ্ছে নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। সব মিলিয়ে ঘরের মাঠে ধোনির দলের বিরুদ্ধে রণকৌশল ঠিক যথেষ্ট ঘাম ঝড়াতে হচ্ছে পণ্ডিত এবং তাঁর সহকারীদের। ফলে ধোনিরা নন, নাইটরা নিজেদেরই নিজেদের সব থেকে বড় চিন্তা।
অন্য দিকে ছ’টি ম্যাচ খেলে চারটি ম্যাচ জেতা চেন্নাই শিবির আত্মবিশ্বাসী। দলের বোলিং নিয়ে শুরুর দিকে ধোনি অসন্তুষ্ট ছিলেন। তাঁর বোলাররা সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন। ধোনি নিজে ভাল ছন্দে রয়েছেন। ছন্দে রয়েছেন রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মাথিশা পাথিরানার মতো ক্রিকেটাররাও। ভরসা দিচ্ছেন মইন আলিও। চেন্নাইয়ের বড় শক্তি অধিনায়ক ধোনির ঠান্ডা এবং ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক। ইডেনে ধোনিরা যা নাইটদের সামনে কঠিন প্রশ্নপত্র মেলে ধরবেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
রবিবার আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। দু’দলই ভাল ছন্দে রয়েছে। আরও একটি উত্তেজক ম্যাচের আশা করতে পারেন ক্রিকেটপ্রেমীরা। আগের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কোহলি। দীর্ঘ দিন পর নেতা কোহলির প্রত্যাবর্তন ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়িয়েছে। দু’দলই খেলেছে ছ’টি করে ম্যাচ। সঞ্জু স্যামসনের দল চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্য দিকে কোহলিরা তিনটি ম্যাচ জিতে রয়েছেন পঞ্চম স্থানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy