দু’দিন আগে প্রথম বার আইপিএল ট্রফি জিতেছেন ডেভন কনওয়ে। তার পর একটু বেশি মাত্রাতেই উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেছিলেন তিনি। তার জন্য কিউয়ি সমর্থকদের সমালোচনার শিকার হতে হল তাঁকে।
অতীতে একটি ম্যাচে শেষ ওভারে ১২ রান বাঁচিয়ে দলকে ম্যাচ জিতিয়েছিলেন মোহিত শর্মা। ফাইনালে সেটা পারলেন না। সারা রাত কী করেছিলেন, জানালেন তিনি।
কেকেআরে থাকার সময় ব্যর্থ হয়েছিলেন। গত আইপিএলে কিছুই করতে পারেননি। কিন্তু চেন্নাইয়ে গিয়ে বদলে গিয়েছেন অজিঙ্ক রাহানে। কেন এই বদল হল, তা জানালেন ধোনিদের কোচ।
আইপিএলে ধোনির দলের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। ফাইনালে উইকেটও নিয়েছেন। সেই বোলারই এ বার ডাক পেলেন জাতীয় দলে।
এ বারের আইপিএলে দু’টি রূপ দেখা গিয়েছে তুষার দেশপাণ্ডের। এক মরসুমে সব থেকে বেশি রান দেওয়ার পাশাপাশি এ বার চেন্নাইয়ের হয়ে সব থেকে বেশি উইকেটও নিয়েছেন তিনি।
মহেন্দ্র সিংহ ধোনি জানিয়েছেন, আরও একটি মরসুম চেন্নাইয়ের জার্সি গায়ে খেলতে চান তিনি। আগামী বছর ধোনির ভূমিকা বদলে যেতে পারে। ডাগআউট থেকেই দলকে সামলাতে পারেন তিনি।
আইপিএল ফাইনালের পরে মহেন্দ্র সিংহ ধোনির ক্লাসে দেখা গেল শ্রীকর ভরতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ধোনির কাছে শেষ মুহূর্তের পরামর্শ নিচ্ছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক।
ধোনি-জাডেজা সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল প্রথম কোয়ালিফায়ারের দিন। সেই জল্পনা যে অনেকটাই অমূলক ছিল, তা বোঝা গিয়েছে আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই।
গুজরাত টাইটান্সকে হারিয়ে আইপিএল জেতার পরে চেন্নাইয়ে ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনির। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের স্বাগত জানাতে ভিড় জমেছিল বিমানবন্দরে।
ক্রিকেট মাঠে যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারেন ধোনি। স্বাভাবিত থাকতে পারেন। সেই ধোনিকে ম্যাচের শেষ বলের আগে চোখ বোজা অবস্থায় বসে থাকতে দেখে তৈরি হয় জল্পনা।