প্রায় প্রতি ম্যাচেই দলকে গুরুত্বপূর্ণ রান এনে দিচ্ছেন। ব্যাট করার ভঙ্গিতে ডিভিলিয়ার্সের সঙ্গে মিল থাকায় তাঁকে ডাকা হয় ‘বেবি এবি’ নামে।
আইপিএলের শুরুতেই টানা ছয় ম্যাচে হার। অনেকেই এ বার মুম্বই ইন্ডিয়ান্সের আশা শেষ বলে ধরেই নিয়েছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দীনেশ কার্তিক ছয় ম্যাচে ১৯৭ রান করেছেন। স্ট্রাইক রেট ২০০-র বেশি।
রবিবার হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবেন ধোনিরা। প্রথম চারের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে চেন্নাইকে।
আইপিএল শুরু হওয়ার পর কেটে গিয়েছে তিন সপ্তাহেরও বেশি। পয়েন্ট তালিকায় অনেক ওঠাপড়া হয়েছে। কেউ বা এগিয়েছেন, কেউ পিছিয়েছেন।
এ বারের আইপিএলে তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। ঈশান কিশনের পর দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছিলেন তিনি।
আরসিবি ব্যাট করার সময় ১৮তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর। সেই ওভারে দীনেশ কার্তিক খুনে মেজাজে ছিলেন।
টানা ছ’টি ম্যাচে হারতে হল মুম্বইকে। অন্য দিকে লখনউ ছ’ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে।
এ বারই আইপিএলে প্রথম বার খেলছে গুজরাত টাইটান্স। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ইতিমধ্যেই লিগ তালিকায় সবার শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স।
সানরাইজ়ার্স গত বছর আইপিএলে জিতেছিল মাত্র তিনটি ম্যাচ। আর এ বার পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে রয়েছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল।