কিছু দিন আগেই বলেছিলেন, তিনি ১৫৫ কিমি বা তার বেশি গতিতে বল করার ক্ষমতা রাখেন। তা যে নেহাৎ কথার কথা নয়, সেটা প্রমাণ করে দিলেন উমরান মালিক।
মরসুমের মাঝপথেই রবীন্দ্র জাডেজার থেকে নেতৃত্ব পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম ম্যাচে দলকে জেতালেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে তাঁকে।
পঞ্জাবের বিরুদ্ধে হেরে গিয়েছিল গুজরাত। যদিও পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে তারা।
রবীন্দ্র জাডেজার থেকে নেতৃত্ব পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, যিনি মরসুম শুরুর আগে নিজেই জাডেজার হাতে নেতৃত্বের ভার তুলে দিয়েছিলেন।
এ বারের আইপিএলে মুম্বইয়ের হয়ে কুমার কার্তিকেয়, হৃত্বিক শোকিন, তিলক বর্মার মতো তরুণ ক্রিকেটাররা খেলেছেন। তাঁরা নজর কেড়েছেন।
কোহলীর ফর্মে না থাকা যতটা ভয়ের, তার থেকেও বেশি ভয়ের তাঁর আউট হওয়াগুলি। এখন সব ধরনের বোলাররাই আউট করছেন কোহলীকে। এটিই সব থেকে চিন্তার বিষয়।
সিএসকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র তিন রান করে রান আউট হয়ে যান ম্যাক্সওয়েল। উল্টো দিকে ছিলেন কোহলী।
এ বারের আইপিএলে ১০ ম্যাচে ১৯৩৩ গড়ে ১১৬ রান করেছেন জাডেজা। বেঙ্গালুরুর বিরুদ্ধেও পাঁচ বলে তিন রান করে আউট হয়ে গিয়েছেন তিনি।
চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করে ২০ ওভারে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাবে ১৬০ রানে শেষ হয় ধোনিদের ইনিংস। ১৩ রানে ম্যাচ জেতে বেঙ্গালুরু।
২০২১ সালে লিস্ট এ ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে অভিষেক হয় সুশান্তের। ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর।