আইপিএলে চেনা ছন্দে দেখা যাচ্ছে না রোহিত শর্মাকে। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের ব্যাটে রান নেই। পঞ্জাব কিংস ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও শূন্য রানে আউট হলেন তিনি। আইপিএলে গড়লেন লজ্জার নজির।
আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এই পরিসংখ্যান রোহিতকে গর্বিত করতে পারে। আবার আইপিএলেই একটি নজির লজ্জায় ফেলবে তাঁকে। প্রতিযোগিতায় সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন তিনি। শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধেও কোনও রান করতে পারলেন না। এই নিয়ে আইপিএলে ১৬ বার শূন্য রানে আউট হলেন ভারতীয় দলের অধিনায়ক। ওপেন করতে নেমে রান পাচ্ছিলেন না রোহিত। চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামিয়ে এনেছিলেন। তাতেও সাফল্য পেলেন না। তিন বল খেলে খালি হাতেই সাজঘরে ফিরতে হল তাঁকে। এখনও পর্যন্ত আইপিএলে ১০টি ম্যাচ খেলে রোহিত করেছেন ১৮৪ রান। একটি অর্ধশতরান করেছেন তিনি।
এত দিন পর্যন্ত সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির ছিল কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন-সহ তিন ক্রিকেটারের দখলে। তাঁরা ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে। বাকি দুই ক্রিকেটার হলেন দীনেশ কার্তিক এবং মনদীপ সিংহ।
আরও পড়ুন:
শনিবার তাঁদের ছাপিয়ে গেলেন রোহিত। মুম্বই অধিনায়কের মতো কলকাতার নারাইনকেও এ বারের আইপিএলে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। বল হাতে উইকেট তুলতে পারছেন না। তাঁর স্পিনের রহস্য এ বার বিব্রত করছে না প্রতিপক্ষ দলের ব্যাটারদের। ব্যাট হাতেও কিছু করতে পারেননি তিনি।