Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IPL 2022

IPL 2022: আইপিএলের দ্রুততম বলটা সামলাতে হল ধোনিকে! কে, কত গতিবেগে করলেন সেই বল

এ বারের আইপিএলের প্রথম পাঁচ দ্রুততম বলের মধ্যে চারটিই উমরানের করা। বাকি এক বোলার হলেন গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ঘণ্টায় ১৫৩.৯ কিলোমিটার গতিতে বল করেন তিনি। তার পরের তিনটি সর্বাধিক গতির বল উমরানের করা। সেগুলি হল যথাক্রমে ঘণ্টায় ১৫৩.৩, ১৫৩.১ ও ১৫২.৯ কিলোমিটার।

কার বল সামলাতে হল ধোনিকে

কার বল সামলাতে হল ধোনিকে ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৩:৩৪
Share: Save:

এ বারের আইপিএলে গতির আগুন ছোটাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক। প্রতি ম্যাচেই ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও সেই ছবি দেখা গেল। ম্যাচের দ্রুততম বল তিনি করলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। ঘটনাচক্রে সেটি এ বারের আইপিএলের দ্রুততম বল। সেই বল সামলাতে হল ধোনিকে।
হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম থেকে অবশ্য ছন্দে ছিলেন না উমরান। প্রথম তিন ওভারে ৪০ রান দেন তিনি। ম্যাচের ১৯তম ওভারে ফের বল করতে আসেন উমরান। তখন ব্যাট করছিলেন ধোনি। ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে ধোনিকে ইয়র্কার করেন উমরান। ধোনিও তৈরি ছিলেন। ঠিক সময়ে ব্যাট নামান তিনি। এর আগে দ্রুত গতির ইয়র্কারে অনেক ব্যাটারকে আউট করেছেন জম্মু-কাশ্মীরের বোলার। কিন্তু ধোনিকে আউট করতে পারেননি তিনি।

ধোনির সঙ্গে কথা বলছেন উমরান

ধোনির সঙ্গে কথা বলছেন উমরান ছবি: আইপিএল

এ বারের আইপিএলের প্রথম পাঁচ দ্রুততম বলের মধ্যে চারটিই উমরানের করা। বাকি এক বোলার হলেন গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ঘণ্টায় ১৫৩.৯ কিলোমিটার গতিতে বল করেন তিনি। তার পরের তিনটি সর্বাধিক গতির বল উমরানের করা। সেগুলি হল যথাক্রমে ঘণ্টায় ১৫৩.৩, ১৫৩.১ ও ১৫২.৯ কিলোমিটার। আইপিএলে উমরানের বলের গড় গতিবেগ ঘণ্টায় ১৪৬ কিলোমিটার।

অন্য বিষয়গুলি:

IPL 2022 MS Dhoni Umran Malik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE