এ বারের আইপিএলের প্রথম পাঁচ দ্রুততম বলের মধ্যে চারটিই উমরানের করা। বাকি এক বোলার হলেন গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ঘণ্টায় ১৫৩.৯ কিলোমিটার গতিতে বল করেন তিনি। তার পরের তিনটি সর্বাধিক গতির বল উমরানের করা। সেগুলি হল যথাক্রমে ঘণ্টায় ১৫৩.৩, ১৫৩.১ ও ১৫২.৯ কিলোমিটার।
কার বল সামলাতে হল ধোনিকে ছবি: আইপিএল
এ বারের আইপিএলে গতির আগুন ছোটাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক। প্রতি ম্যাচেই ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও সেই ছবি দেখা গেল। ম্যাচের দ্রুততম বল তিনি করলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। ঘটনাচক্রে সেটি এ বারের আইপিএলের দ্রুততম বল। সেই বল সামলাতে হল ধোনিকে।
হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম থেকে অবশ্য ছন্দে ছিলেন না উমরান। প্রথম তিন ওভারে ৪০ রান দেন তিনি। ম্যাচের ১৯তম ওভারে ফের বল করতে আসেন উমরান। তখন ব্যাট করছিলেন ধোনি। ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে ধোনিকে ইয়র্কার করেন উমরান। ধোনিও তৈরি ছিলেন। ঠিক সময়ে ব্যাট নামান তিনি। এর আগে দ্রুত গতির ইয়র্কারে অনেক ব্যাটারকে আউট করেছেন জম্মু-কাশ্মীরের বোলার। কিন্তু ধোনিকে আউট করতে পারেননি তিনি।
Umran Malik beats Lockie Ferguson on the fastest delivery of the season. pic.twitter.com/gEuh9SvYtx
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 1, 2022
এ বারের আইপিএলের প্রথম পাঁচ দ্রুততম বলের মধ্যে চারটিই উমরানের করা। বাকি এক বোলার হলেন গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ঘণ্টায় ১৫৩.৯ কিলোমিটার গতিতে বল করেন তিনি। তার পরের তিনটি সর্বাধিক গতির বল উমরানের করা। সেগুলি হল যথাক্রমে ঘণ্টায় ১৫৩.৩, ১৫৩.১ ও ১৫২.৯ কিলোমিটার। আইপিএলে উমরানের বলের গড় গতিবেগ ঘণ্টায় ১৪৬ কিলোমিটার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy