Advertisement
০৭ নভেম্বর ২০২৪
IPL 2023

শেষ ১৫ ম্যাচে ১১ হার! বিরাটদের কাছে হারতেই রেগে অগ্নিশর্মা কোচ, রোহিতদের তুলোধনা

এ বারও আইপিএলের শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারতে হয়েছে রোহিত শর্মাদের। হারের পরে কোচের রাগের মুখে রোহিতরা।

Picture of Rohit Sharma

আইপিএলের শুরুটা ভাল হয়নি রোহিত শর্মাদের। প্রথম ম্যাচেই বিরাট কোহলিদের কাছে হেরেছেন তাঁরা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৭:১৮
Share: Save:

পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন তাঁরা। প্রতিযোগিতার সব থেকে সফল দল। কিন্তু গত মরসুম থেকে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। গত বার সবার নীচে শেষ করেছিলেন রোহিত শর্মারা। গ্রুপের ১৪টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচে হেরেছিলেন তাঁরা। এ বারও প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে আইপিএল শুরু হয়েছে রোহিতদের। দলের খেলায় ক্ষুব্ধ মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড। রোহিতদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।

শেষ বার ২০১২ সালে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল মুম্বই। তার পর থেকে এক বারও প্রথম ম্যাচ জিততে পারেনি তারা। বেঙ্গালুরু ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে দলের প্রথম ম্যাচে হারের ধারাবাহিকতার কথা তুলেছেন বন্ড। বলেছেন, ‘‘দলের সঙ্গে আমি ৯ বছর ধরে আছি। এক বারও দেখলাম না ওরা প্রথম ম্যাচ জিতল। খুব বিরক্ত লাগছে। আইপিএলে খুব কঠিন প্রতিযোগিতা। তাই শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আর শুরুতেই আমরা হেরে যাচ্ছি।’’

দলের বেশির ভাগ ব্যাটারের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বন্ড। তাঁর মতে, অনেকের মধ্যে রান করার মানসিকতা দেখা যাচ্ছে না। বন্ড বলেছেন, ‘‘পাওয়ার প্লে-তে রান মোটামুটি খারাপ ছিল না। কিন্তু তার পর আমরা একের পর এক উইকেট হারালাম। চিন্নাস্বামীর ছোট মাঠে আমাদের আরও বেশি রান করা উচিত ছিল। ভুল সময়ে ভুল শট খেলে ব্যাটাররা আউট হল। এই মাটে ১৭০ রান করে জেতা যায় না।’’

শুধু ব্যাটারদের নয়, বোলারদের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বন্ড বলেছেন, ‘‘বোলাররাও ভুল জায়গায় বল ফেলল। তাই ওদের দুই ওপেনার থিতু হওয়ার সময় পেয়ে গেল। তার পর আর কিছু করার ছিল না। শুরুতে উইকেট তুলতে না পারলে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিকে আউট করা যাবে না। আমরা ওদের চাপে ফেলতেই পারিনি।’’

হেরে দলের ব্যাটারদের দুষেছেন অধিনায়ক রোহিতও। ম্যাচ শেষে তিনি বলেছেন, “শুরুটা ভাল হল না। ব্যাট হাতে প্রথম ৬ ওভারে রান উঠল না। তিলক (বর্মা) এবং বাকি ব্যাটাররা খুব ভাল চেষ্টা করেছে। কিন্তু বল হাতে আমরা নিজেদের কাজটাই করতে পারলাম না। ব্যাট করার জন্য আদর্শ পিচ ছিল। আরও ৩০-৪০ রান প্রয়োজন ছিল।”

অন্য বিষয়গুলি:

IPL 2023 Rohit Sharma Mumbai Indians
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE