Advertisement
০৬ নভেম্বর ২০২৪
IPL 2024

স্বপ্ন ভারতের হয়ে খেলা, বলের গতির নেপথ্যে তিনটি কারণ জানালেন মায়াঙ্ক

আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন মায়াঙ্ক যাদব। তাঁর বলের গতির দাপট সামলাতে নাজেহাল ব্যাটারেরা। সেই মায়াঙ্ক জানালেন নিজের বলের গতির নেপথ্যে তিনটি কারণ। কী কী?

cricket

মায়াঙ্ক যাদব। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ ১৫:৩৩
Share: Save:

আইপিএলে দু’টি ম্যাচ খেলতে না খেলতেই সাড়া ফেলে দিয়েছেন মায়াঙ্ক যাদব। তাঁর বলের গতির দাপট সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছেন ব্যাটারেরা। দুই ম্যাচ মিলিয়ে ছ’টি উইকেট নিয়েছেন। নিয়মিত দেড়শো কিলোমিটারের উপরে বল করছেন। সেই মায়াঙ্ক নিজের বলের গতির নেপথ্যে আসল রহস্য জানালেন। তিনটি কারণ উল্লেখ করলেন লখনউয়ের পেসার। এটাও জানালেন, ভারতের হয়ে খেলাই তাঁর স্বপ্ন।

মঙ্গলবারের ম্যাচের পর মায়াঙ্ক বলেছেন, “পর পর দুটো ম্যাচের সেরার পুরস্কার পেয়ে খুব ভাল লাগছে। তবে আরও বেশি খুশি ম্যাচ দুটো জিততে পেরে। আমার আসল লক্ষ্য দেশের হয়ে খেলা। সবে তো যাত্রা শুরু হল। বেঙ্গালুরুর বিরুদ্ধে ক্যামেরন গ্রিনের উইকেট পেয়ে সবচেয়ে খুশি হয়েছি।”

শুধু গ্রিনই নয়, গ্লেন ম্যাক্সওয়েল এবং রজত পাটীদারকে আউট করেছেন মায়াঙ্ক। গত বার চোটের কারণে পুরো মরসুমেই খেলতে পারেননি। নিজের ফিটনেসে জোর দিয়ে এ বছর ফিরেছেন তিনি। সাফল্যের কারণ হিসাবে সেটাই বলেছেন তিনি। মায়াঙ্কের কথায়, “জোরে বল করার পিছনে অনেক ব্যাপার রয়েছে। তার মধ্যে, খাওয়াদাওয়া, ঘুম এবং অনুশীলন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের পুষ্টির প্রতি আমি বিশেষ যত্ন নিই। পাশাপাশি রিকভারির জন্য আইস বাথ নিই।”

মায়াঙ্ককে ইতিমধ্যেই জাতীয় দলে দেখতে চেয়েছেন স্টিভ স্মিথ। তিনি চান, বছরশেষে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া হোক মায়াঙ্ককে। বলেছেন, “মায়াঙ্ক অসাধারণ উন্নতি করেছে। ঠিক জায়গায় বল ফেলছে। বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার হওয়ার মতো প্রতিভা রয়েছে ওর। নিয়মিত ১৫৫ কিলোমিটারের বেশি গতিতে বল করা সোজা কথা নয়। অস্ট্রেলিয়ায় ওর জোরে বোলিংয়ের বিরুদ্ধে খেলতে চাই।”

অন্য বিষয়গুলি:

IPL 2024 Mayank Yadav LSG
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE