(বাঁদিকে) শ্রেয়স-বেঙ্কটেশ জুটিও ভরসা দিল কেকেআরকে। ছবি: আইপিএল।
ছয় মেরে জিতিয়ে দিলেন শ্রেয়স আয়ার। অনায়াসে সাত উইকেটে জিতে গেল কলকাতা।
দয়ালের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন বেঙ্কটেশ। কেকেআর ১৫.১ ওভারে ১৬৭/৩।
দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। সল্টকে (৩০) আউট করলেন বিজয়কুমার। কেকেআর ৭.৫ ওভারে ৯২/২।
৬ ওভারে কেকেআর ৮৫/০। ব্যাট করছেন সল্ট (২৮) এবং নারাইন (৪৭)।
৮৩ রান করে অপরাজিত থাকলেন কোহলি। শেষ দিকে ৮ বলে ২০ রান করলেন কার্তিক। জয়ের জন্য কলকাতার চাই ১৮৩ রান।
পাটীদারকে (৩) আউট করলেন রাসেল। দ্বিতীয় উইকেট কেকেআর অলরাউন্ডারের। আরসিবি ১৪৪/৪।
নারাইনের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে আউট ম্যাক্সওয়েল। আরসিবি ১২৪/৩।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy