Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
ফিল সল্ট।

ফিল সল্ট। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৯:০৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৯:০৩ key status

৮ উইকেটে জিতল কেকেআর

২৬ বল বাকি থাকতে ম্যাচ কলকাতা। হাতে ৮ উইকেটও ছিল। রানরেট বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে এই ম্যাচ।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৮:৩১ key status

২৬ বলে অর্ধশতরান সল্টের

দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে চলেছেন ফিল সল্ট। অর্ধশতরান করে ফেললেন তিনি। ২৬ বলে অর্ধশতরান করলেন সল্ট।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৮:০৯ key status

পাওয়ার প্লে শেষে

৬ ওভারে ৫৮ রান করল কলকাতা। দ্রুত রান তুলছে তারা। উইকেটের খোঁজে লখনউ।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৭:৫৮ key status

৪ ওভারে ৪৪ রান

কলকাতা ২ উইকেট হারালেও দ্রুত রান তুলছে। ৪ ওভারে ৪৪ রান তুলে নিয়েছে তারা। জয়ের জন্য বাকি ১১৮ রান।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৭:৫৪ key status

আউট অঙ্গকৃশ

রান পেলেন না অঙ্গকৃশও। সেই মোহসিনের বলেই আউট হলেন তিনি। ১৬২ রান তারা করতে নেমে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৭:৪৮ key status

আউট নারাইন

মাত্র ৬ রান করে আউট নারাইন। মোহসিন খানের বলে ক্যাচ দিলেন কেকেআরের ওপেনার।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৭:২২ key status

১৬১ রান লখনউয়ের

কলকাতার বিরুদ্ধে ইডেনে ১৬১ রান তুলল লখনউ। শেষ ওভারে স্টার্ক মাত্র ৬ ওভার দিলেন। ম্যাচে তিন উইকেট তাঁর। রান আটকে রাখার কাজটা করলেন সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিলেন তিনি। একটি উইকেটও নিয়েছেন। জিততে হলে কলকাতার চাই ১৬২ রান।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৬:৫৪ key status

১৬ ওভারে ১১৮ রান

রান তুলতে পারছে না লখনউ। ১৬ ওভারে উঠল মাত্র ১১৮ রান। কলকাতার বোলারেরা রান আটকে রেখেছেন সুনীল নারাইনেরা। ৫ উইকেটও হারিয়েছে লখনউ।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৬:৫০ key status

উইকেট নিলেন নারাইন

আয়ুশ বাদোনিকে আউট করলেন সুনীল নারাইন। ক্যারিবিয়ান স্পিনারের বলে সুইপ করতে গিয়ে আউট হলেন বাদোনি।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৬:৩৫ key status

আউট স্টোইনিস

বরুণ চক্রবর্তীর বল স্টোইনিসের ব্যাটে লেগে পায়ে লাগে। সেই বল উপরের দিকে উঠে গিয়েছিল। সুযোগ সন্ধানী উইকেটরক্ষক ফিল সল্ট তৈরি ছিলেন। বলের উপর নজর ছিল তাঁর। লাফিয়ে গিয়ে ক্যাচ নিলেন তিনি।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৬:২৭ key status

আউট রাহুল

রাসেলের প্রথম বলে ছক্কা মেরেছিলেন রাহুল। পরের বলেই ক্যাচ দিলেন তিনি। ২৭ বলে ৩৯ রান করে আউট রাহুল।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৬:২০ key status

ইডেনে শাহরুখ

কলকাতার ম্যাচ দেখতে এসেছেন শাহরুখ খান। সঙ্গে রয়েছেন অনন্যা পাণ্ডে। শাহরুখ-কন্যা সুহেনাও রয়েছেন।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৬:০৫ key status

ষষ্ঠ ওভারে ১০ রান

পাওয়ার প্লে-র শেষ ওভারে ১০ রান দিলেন হর্ষিত রানা। ষষ্ঠ ওভারে ১০ রান হওয়ায় পাওয়ার প্লে-তে লখনউ তুলল ৪৯ রান।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৬:০১ key status

৫ ওভারে ৩৯ রান

ইডেনের পিচ ব্যাটিং সহায়ক। কিন্তু সেই পিচে পাওয়ার প্লে-র সুবিধা নিতে ব্যর্থ লখনউ। প্রথম ৫ ওভারে উঠল ৩৯ রান। আউট ডি’কক এবং হুডা।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৫:৫৭ key status

উইকেট নিলেন স্টার্ক

শরীর ছুড়ে ক্যাচ নিলেন রমনদীপ। স্টার্কের বলে আউট হুডা।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৫:৫৪ key status

৪ ওভারে ৩৪ রান

লখনউ ৪ ওভারে মাত্র ৩৪ রান তুলল। রান আটকে রেখেছেন কলকাতার বোলারেরা। একটি মাত্র উইকেট হারালেও রান তুলতে পারছেন না লোকেশ রাহুলেরা।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৫:৪৪ key status

আউট ডি’কক

অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট কুইন্টন ডি’কক। শর্ট থার্ড ম্যানে থাকা সুনীল নারাইনের হাতে ক্যাচ দিলেন তিনি। ৮ বলে ১০ রান করে আউট ডি’কক।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৫:৩৬ key status

প্রথম ওভারেই ১০ রান

মিচেল স্টার্কের প্রথম বলেই চার মারলেন কুইন্টন ডিকক। দ্বিতীয় বলেও চার মারেন তিনি। প্রথম ওভারে ১০ রান দিলেন স্টার্ক। শুরুতেই উইকেট চাই কলকাতার। সেটা প্রথম ওভারে এনে দিতে পারলেন না অস্ট্রেলিয়ার বোলার।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৫:১১ key status

কলকাতার প্রথম একাদশ

কলকাতার প্রথম একাদশে নেই রিঙ্কু সিংহ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন তিনি। 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৫:০৫ key status

টস জিতে বল করার সিদ্ধান্ত কলকাতার

শ্রেয়স টস জিতলেন। তিনি বল করার সিদ্ধান্ত নিলেন। ইডেনে আগে বল করবেন মিচেল স্টার্কেরা। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলও বললেন যে, তিনি টস জিতলে বল করতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy