শাকিবদের সহ্য করতে হল সমাজমাধ্যমের সমালোচনা। — ফাইল চিত্র
আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন শাকিব আল হাসান। কলকাতার হয়ে এ বারের আইপিএলে তিনি খেলবেন না। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এই খবর চূড়ান্ত। তবে এই খবর প্রকাশ্যে আসামাত্রই তীব্র সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েছেন শাকিব। সমাজমাধ্যমে তাঁর সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছেন কলকাতার সমর্থক এবং ক্রিকেটপ্রেমীরা।
সোমবার রাতে জানা যায় যে এ বারের আইপিএল থেকে নাম তুলতে চেয়েছেন শাকিব। কলকাতাও তাঁকে না খেলার প্রস্তাব পাঠিয়েছে। এই খবর শুনে এক সমর্থক লিখেছেন, “কেকেআরের সমস্যা এতে আরও বাড়ল। দশম স্থানের উপরে উঠতে পারলে সেটাই এ বার অলৌকিক হবে।” আর একজন লিখেছেন, “যে সব ক্রিকেটারদের দায়বদ্ধতা নেই তাদের আইপিএলে নেওয়াই উচিত নয়।”
This just ruins KKRs chances even further, anything above 10th spot will be a miracle
— Butterchickenstarboy (@BlackCheeseus14) April 3, 2023
Very good 🤣🤣🤣🤣 we don't need him
— Ashish Shrivastava (@ashishayush1177) April 3, 2023
Abb koi naya replacement lao
Players with commitment issues should not be picked in IPL.
— Uttaran Das (@das_uttaran) April 3, 2023
এক সমর্থক আরও এক ধাপ এগিয়ে লিখেছেন, “ওকে নেওয়াই উচিত হয়নি আইপিএলে? কেন দ্বিতীয়ার্ধে ওকে নিলামে তোলা হল?” সপ্তর্ষি চৌধুরি নামে এক সমর্থক লিখেছেন, “অপেশাদারিত্বের চূড়ান্ত।” রসলিন নামে এক সমর্থক লিখেছেন, “ভারত নয়, এতে বড় ক্ষতি হল বাংলাদেশের ক্রিকেটের। ভবিষ্যতে আইপিএলের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে।” এক সমর্থকের কটাক্ষ, “বোধহয় শাকিবের ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে রয়েছে সামনে। সেখানে যাবে বলেই ও আইপিএলে আসছে না।”
গত নিলামে প্রথম বার শাকিবকে কেউ নেয়নি। দ্বিতীয় বার দেড় কোটি টাকায় তাঁকে তুলে নেয় কলকাতা। অতীতেও এই দলের হয়ে খেলায় আলাদা সম্পর্ক ছিলই। তবে শাকিবের সিদ্ধান্তে সেই সম্পর্ক কতটা মজবুত থাকবে তাই নিয়ে প্রশ্ন রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy