খেলতে চলেছেন ঋদ্ধিমান। ছবি টুইটার
পাঁচ ম্যাচ পর অবশেষে নতুন দলের হয়ে খেলতে নামার সুযোগ পেলেন ঋদ্ধিমান সাহা। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচে গুজরাতের দলে দেখা গেল ঋদ্ধিমানের নাম। ম্যাথু ওয়েডের জায়গায় উইকেটকিপার হিসেবে দলে এলেন তিনি। কুঁচকির চোটের জন্য খেলতে পারবেন না গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। তাঁর জায়গায় অধিনায়কত্ব করছেন রশিদ খান। আগের ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। সেই চোট এখনও সারেনি বলে জানা গিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেও গুজরাতের হয়ে একেবারেই ভাল খেলতে পারছিলেন না ওয়েড। গত পাঁচ ম্যাচে মাত্র ৬৮ রান করেছিলেন। উইকেটের পিছনেও মাঝে মাঝেই ব্যর্থতা ধরা পড়ছিল। নেটমাধ্যমেও উঠেছিল ঋদ্ধিমানকে খেলানোর দাবি। তবে ধৈর্য রাখতে চাইছিল গুজরাত। সেই ধৈর্য পাঁচ ম্যাচের বেশি স্থায়ী হল না।
আইপিএলে এখনও পর্যন্ত ১৩৩টি ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান। মোট ২২১০ রান করেছেন তিনি। একটি শতরান এবং আটটি অর্ধশতরান রয়েছে তাঁর। গত বার পঞ্জাব কিংস দলে ছিলেন তিনি। খেলেছিলেন ৯টি ম্যাচ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy