Advertisement
০৬ নভেম্বর ২০২৪
IPL 2022

IPL 2022: প্লে-অফে উঠতে পারবেন? জবাবে ধোনির মুখে স্কুলে নিজের অঙ্কের নম্বরের হিসাব!

এই মুহূর্তে ১১ ম্যাচে ৮ পয়েন্ট ধোনিদের। বাকি তিন ম্যাচ জিততে পারলে সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে দল। সেই তিন ম্যাচ জিততে চান ধোনি। তবে প্লেয়ারদের উপর অতিরিক্ত চাপ দিতে চান না তিনি।

দলের প্লে-অফে ওঠা নিয়ে কী বললেন ধোনি

দলের প্লে-অফে ওঠা নিয়ে কী বললেন ধোনি ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১১:৫৩
Share: Save:

দিল্লিকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উঠে চনমনে চেন্নাই শিবির। অঙ্কের হিসাবে এখনও প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে চেন্নাইয়ের। সেটা ভাবতে অবশ্য রাজি নন দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বরং তিনি একটি করে ম্যাচ ধরে এগতে চান।

দিল্লির বিরুদ্ধে জয়ের পরে ধোনি বলেন, ‘‘একটি করে ম্যাচ ধরে এগব। আমি অঙ্ক খুব একটা ভাল পারি না। স্কুলেও অঙ্কে ভাল ছিলাম না। কে জিতলে, কে হারলে আমরা প্লে-অফে পৌঁছতে পারব তা এখন থেকে ভাবতে বসলে নিজেদের উপরেই বেশি চাপ নিয়ে ফেলব। তাই একটি করে ম্যাচের পরিকল্পনা করব। তার পর তা মাঠে করে দেখানোর চেষ্টা করব।’’

এই মুহূর্তে ১১ ম্যাচে ৮ পয়েন্ট ধোনিদের। বাকি তিন ম্যাচ জিততে পারলে সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে দল। সেই তিন ম্যাচ জিততে চান ধোনি। তবে প্লেয়ারদের উপর অতিরিক্ত চাপ দিতে চান না তিনি। ধোনি বলেন, ‘‘যদি আমরা প্লে-অফে যেতে পারি তা হলে খুব খুশি হব। অবশ্য না যেতে পারলেও এখানেই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে না।’’

দিল্লির বিরুদ্ধে চেন্নাইয়ের ক্রিকেটাররা যে খেলাটা খেলেছেন তা আরও কয়েক ম্যাচ আগে হলে দলের পক্ষে ভাল হত বলে জানিয়েছেন ধোনি। তিনি বলেন, ‘‘দিল্লির বিরুদ্ধে ব্যাটার, বোলার, ফিল্ডার সবাই ভাল খেলেছে। যদি আমরা কয়েক ম্যাচ আগে থেকে এ ভাবে জিততে পারতাম তা হলে খুব ভাল হত। অবশ্য হতাশ হয়ে লাভ নেই। বাকি তিন ম্যাচেও এই খেলাটাই খেলার চেষ্টা করব।’’

অন্য বিষয়গুলি:

IPL 2022 MS Dhoni CSK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE