ব্যথা নিয়েও প্লে-অফে খেলতে নেমেছিলেন হর্ষল পটেল ফাইল চিত্র
আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বল করার সময় ডান হাতে চোট পান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলার হর্ষল পটেল। সেই চোট এখনও সারেনি। তা নিয়েই প্লে-অফে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। সে কারণে ম্যাচ জেতায় অতিরিক্ত তৃপ্ত হয়েছেন হর্ষল। ব্যথা অনুভব করছেন না তিনি। এ ভাবেই বল করে যেতে চান হর্ষল।
লখনউকে হারিয়ে উঠে চোটের প্রসঙ্গে কোহলীদের দলের বোলার বলেন, ‘‘হাতের চোট এখন অনেকটা ভাল। ধীরে ধীরে ব্যথা কমছে। কিন্তু একটা নতুন সমস্যা হয়েছে। হাত নাড়া দিলেই আর একটু বেশি ফুলে যাচ্ছে। তাতে কোনও সমস্যা নেই। দলের জন্য ভাল খেলতে চাই। সেখানে ব্যথার কোনও জায়গা নেই।’’
কলকাতায় প্লে-অফ খেলতে নামার আগে যথেষ্ট চিন্তায় ছিলেন বলে জানিয়েছেন হর্ষল। তিনি বলেন, ‘‘মুম্বইয়ে উইকেট ব্যাটারদের সুবিধা দিয়েছিল। কলকাতায় উইকেট কেমন হবে তা নিয়ে চিন্তা ছিল। তাই লেংথে বল করার দিকে নজর দিয়েছিলাম। গতির হেরফের করছিলাম। তাতে ব্যাটাররা বেশি মারতে পারেনি। পরিকল্পনা কাজে লেগেছে।’’
প্লে-অফে ওঠা তাঁদের হাতে ছিল না। কিন্তু বাকিটা তাঁদের হাতে রয়েছে। এ বার আর ব্যর্থ হতে চান না হর্ষল। তার জন্য সব কষ্ট সহ্য করতে তৈরি তিনি। হর্ষল বলেন, ‘‘আর দু’টো ম্যাচ। তা হলেই ট্রফি জিতব। এই পরিস্থিতিতে ব্যথা নিয়ে ভাবছি না। মাঠে নেমে দলের জন্য ভাল বল করতে চাই। পুরো প্রতিযোগিতায় ভাল বল করেছি। পরের দু’টো ম্যাচে তা বজায় রাখতে চাই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy