বিরাট কোহলী। ফাইল ছবি
আইপিএলে খারাপ ছন্দ যাচ্ছে বিরাট কোহলীর। ব্যাট হাতে একেবারেই রান পাচ্ছেন না তিনি। শুধু আইপিএল দল নয়, ভারতের পক্ষেও এটা বড় চিন্তার কারণ। এ বারেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কোহলীর ছন্দ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কী ভাবে ভারতের প্রাক্তন অধিনায়ক রানে ফিরতে পারেন, তার একটা উপায় বাতলে দিলেন যুবরাজ সিংহ। এক টিভি চ্যানেলের শোয়ে তিনি বলেছেন, “আমার মনে হয় ওর উচিত ছোটবেলায় ফিরে যাওয়া। সেই সময় কেমন ক্রিকেটার ছিল, সেটা নিজেরই উচিত বিশ্লেষণ করা। তখন অনেক খোলা মনের মানুষ ছিল, ঠান্ডা মাথা ছিল। সেই দিনগুলোর কথা ওর মনে করা উচিত।”
Who is @YUVSTRONG12 talking about here? 🧐
— Sports18 (@Sports18) April 28, 2022
Catch the answer LIVE, tomorrow, 7 PM as he opens up about life on and beyond the pitch with @sanjaymanjrekar on Home of Heroes only on Sports18 1/1 HD.#HeroesHaveANewHome #Sports18 pic.twitter.com/t7bI3r3vBV
যুবরাজ যোগ করেছেন, “রানের খরা নিয়ে ও নিজেও খুশি নয়। সাধারণ মানুষ বা সমর্থকরাও অখুশি। লোকে ওর থেকে বিভিন্ন কীর্তি আশা করে। শতরানের পর শতরান করবে এই প্রত্যাশাই থাকে। কিন্তু সেরা ক্রিকেটারদের এ রকম একটা সময় আসবেই। বিরাটের উচিত আবার খোলা মনে খেলা। যদি নিজেকে ও বদলে ফেলে এবং আগের মতো জায়গায় নিজেকে নিয়ে যায়, তা হলে ওর খেলাতেও তার প্রভাব পড়বে। নিজেকে বহু বার প্রমাণ করেছে ও। নিজের দিকে আর একটু খেয়াল রাখলে সফল হবেই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy