Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Virat Kohli

Virat Kohli: কী ভাবে রানে ফিরতে পারেন কোহলী, উপায় বাতলে দিলেন যুবরাজ

আইপিএলে খারাপ ছন্দ যাচ্ছে বিরাট কোহলীর। ব্যাট হাতে একেবারেই রান পাচ্ছেন না তিনি। শুধু আইপিএল দল নয়, ভারতের পক্ষেও এটা বড় চিন্তার কারণ।

বিরাট কোহলী।

বিরাট কোহলী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৭:২৪
Share: Save:

আইপিএলে খারাপ ছন্দ যাচ্ছে বিরাট কোহলীর। ব্যাট হাতে একেবারেই রান পাচ্ছেন না তিনি। শুধু আইপিএল দল নয়, ভারতের পক্ষেও এটা বড় চিন্তার কারণ। এ বারেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কোহলীর ছন্দ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কী ভাবে ভারতের প্রাক্তন অধিনায়ক রানে ফিরতে পারেন, তার একটা উপায় বাতলে দিলেন যুবরাজ সিংহ। এক টিভি চ্যানেলের শোয়ে তিনি বলেছেন, “আমার মনে হয় ওর উচিত ছোটবেলায় ফিরে যাওয়া। সেই সময় কেমন ক্রিকেটার ছিল, সেটা নিজেরই উচিত বিশ্লেষণ করা। তখন অনেক খোলা মনের মানুষ ছিল, ঠান্ডা মাথা ছিল। সেই দিনগুলোর কথা ওর মনে করা উচিত।”

যুবরাজ যোগ করেছেন, “রানের খরা নিয়ে ও নিজেও খুশি নয়। সাধারণ মানুষ বা সমর্থকরাও অখুশি। লোকে ওর থেকে বিভিন্ন কীর্তি আশা করে। শতরানের পর শতরান করবে এই প্রত্যাশাই থাকে। কিন্তু সেরা ক্রিকেটারদের এ রকম একটা সময় আসবেই। বিরাটের উচিত আবার খোলা মনে খেলা। যদি নিজেকে ও বদলে ফেলে এবং আগের মতো জায়গায় নিজেকে নিয়ে যায়, তা হলে ওর খেলাতেও তার প্রভাব পড়বে। নিজেকে বহু বার প্রমাণ করেছে ও। নিজের দিকে আর একটু খেয়াল রাখলে সফল হবেই।”

অন্য বিষয়গুলি:

Virat Kohli Yuvraj Singh IPL 2022 RCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE