দুই ভূমিকায় কোহলী ছবি টুইটার
কখনও তিনি শিক্ষার্থী। আবার কখনও শিক্ষক। কখনও নিজের আদর্শের পরামর্শ মাথা পেতে শুনছেন। কখনও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন তরুণদের সঙ্গে। শনিবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের দুই চরিত্রেই দেখা গেল বিরাট কোহলীকে।
প্রথমে সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হয় কোহলীর। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করছেন সচিন। কোহলীই গিয়ে সচিনের সঙ্গে কথা বলেন। তাঁর পরামর্শ এক মনে শুনতে থাকেন। হালকা মেজাজে আলাপচারিতা করতেও দেখা যায়। সেই ছবি পোস্ট করে কোহলী লেখেন, ‘তোমার সঙ্গে দেখা হলে সব সময়েই ভাল লাগে পাজি।’
Always a pleasure to see you paji. ⭐🐐@sachin_rt pic.twitter.com/SrOIXW9hl2
— Virat Kohli (@imVkohli) April 10, 2022
একটু পরেই কোহলীকে দেখা যায় মুম্বই দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে। সেখানে আরসিবি-র প্রাক্তন অধিনায়ক একদম শিক্ষকের ভূমিকায়। নিজের অভিজ্ঞতা বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেন। কী ভাবে কেরিয়ারে এগিয়ে যেতে হবে, সেই পথও বাতলে দেন তাঁদের।
শনিবার ৪৮ রান করে আউট হয়ে যান কোহলী। তবে তাঁর আউট হওয়ার ধরন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বেশির ভাগেরই মত যে কোহলী আউট ছিলেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy