—ফাইল চিত্র
শনিবার রানের শনির দশা কাটালেন বিরাট কোহলী। এ বারের আইপিএলে ৩৬তম দিনে এসে অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। কিন্তু সমালোচনা পিছু ছাড়ল না। বিরাট রান পেতেই নিন্দকেরা চোখ রাখলেন স্ট্রাইক রেটে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫৩ বলে ৫৮ রান করেন বিরাট।
ফ্যাফ ডুপ্লেসিকে শুরুতেই হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১১ রানে ১ উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে রজত পতিদারকে সঙ্গে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন বিরাট। রজত ৩২ বলে ৫২ রান করে গেলেও বিরাট বেশি বল খেলেন। আক্রমণাত্মক রজতের উল্টো দিকে কোহলী অনেক বেশি ঠান্ডা। দায়িত্ব নিয়ে উইকেটের এক দিক ধরে রাখেন তিনি। কিন্তু সেটাকেই অস্ত্র করেন নিন্দকরা।
একজন কোহলীর এই মন্থর ইনিংসের সঙ্গে তুলনা করেছেন সচিনের শততম শতরানের। তিনি টুইটে লেখেন, ‘সচিন এটা শততম শতরান করার সময় করেছিল। বিরাট আইপিএলের একটা খেলায় করছে। আর লোকজন এটার তারিফ করছে! হাস্যকর।’ এক জন লিখেছেন, ‘বিরাট কোহলীর স্ট্রাইক রেট মনিশ পাণ্ডের সমান। আরেক জন লিখেছেন, ‘এক মাত্র বিরাট কোহলীর পক্ষেই সম্ভব টি২০ ক্রিকেটকে এক দিনের ক্রিকেটে পাল্টে দেওয়া। সত্যিই কিংবদন্তি।’
SRT at least did this for his 100th 100. Kohli doing it in a random IPL game. And people applauding *this* knock. Lol.
— Swaroop Swaminathan (@arseinho) April 30, 2022
Virat Kohli is striking at Manish Pandey Strike rate.. #GTvRCB #GTvsRCB
— Rao.. #ProudHindu (@bubblebuster26) April 30, 2022
Only Virat Kohli can convert a T20 match into an ODI.
— Rishi Bagree (@rishibagree) April 30, 2022
Truly a legend
বিরাটের অর্ধশতরানের পর গ্লেন ম্যাক্সওয়েল আরসিবি-র রানের গতি বাড়ায়। ১৭০ রান তোলে বেঙ্গালুরু। কিন্তু জয় আসেনি। ৬ উইকেট হাতে নিয়ে জয়ের রান তুলে নেয় গুজরাত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy