রোহিত শর্মা। ফাইল ছবি।
নিজের জন্মদিনে আইপিএলের প্রথম জয় পেয়েছে দল। স্বভাবতই খুশি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রতিযোগিতার নবম ম্যাচে প্রথম জয় পেয়ে রোহিত কৃতিত্ব দিচ্ছেন দলের তরুণ বোলারদের।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দলের জয় নিয়ে রোহিত বলেছেন, ‘‘আমাদের এই ছন্দটা ধরে রাখতে হবে। যে ভাবে খেলেছি সে ভাবেই খেলতে হবে। আমাদের আসল ক্ষমতা এই প্রথম প্রকাশ পেল। বিশেষ করে বোলিংয়ের কথা বলব।’’
দলের বোলারদের পারফরম্যান্সে খুশি রোহিত আরও বলেছেন, ‘‘আমরা জানতাম ওদের কম রানের মধ্যে বেঁধে রাখা কঠিন। জানতাম ওদের যা ব্যাটিং লাইনআপ, ওরা পাল্টা চাপ দেবেই। শুধু ধারাবাহিক ভাবে উইকেট তুলে নিতে পারলেই এক মাত্র ওদের কাজটা কঠিন করা সম্ভব। আমরা সেটাই শুধু চেষ্টা করেছি এবং এই ম্যাচে কাজটা সঠিক ভাবে করতেও পেরেছি।’’
দলের দুই তরুণ বোলার হৃত্বিক শোকীন এবং কুমার কার্তিকেয়র প্রশংসা করেছেন রোহিত। বলেছেন, ‘‘দু’জনেই বেশ সাহসী। ওদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন, ওরা সব সময় বিশেষ কিছু করার কথা ভাবে। ওরা কখনও নিজেদের লুকিয়ে রাখে না। ওদের এই ব্যাপারটা আমাকেও আত্মবিশ্বাসী করেছে যে কোনও পরিস্থিতিতে ওদের আক্রমণে আনার ব্যাপারে। জস বাটলারের বিরুদ্ধে শোকীনকে যখন বল করতে ডাকলাম, তখন ব্যাটলার কিন্তু উইকেটে ভাল ভাবেই জমে গিয়েছিল। ও কয়েকটা ছয় মারলেও আউটও হল শোকীনের বলেই। না হলে রাজস্থান আরও ১০-১৫ রান তুলত। সবটা মিলিয়ে দেখলেই বুঝবেন আমরা বেশ ভাল ক্রিকেট খেলেছি। ব্যাটাররা ভাল খেলেছে। বোলাররাও সবাই ভাল করেছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy